• ইন্ডিয়া জোটের সমাবেশে আসন খালি রইল হেমন্ত-কেজরিওয়ালের জন্য...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তাঁদের গ্রেপ্তারিতে সুর চড়িয়েছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। দিল্লির পর রাঁচিতে রবিবার ছিল মহা সমাবেশ। সেই উলগুলান ন্যায় মহা সমাবেশে মঞ্চে আসন ফাঁকা রইল জেলবন্দী ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য। দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন দুজনেই। গ্রেপ্তারির ঠিক আগে নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে হেমন্ত ইস্তফা দিলেও, কেজরিওয়াল জেলে গিয়েছেন মুখ্যমন্ত্রী অবস্থাতেই। স্বাধীন ভারতে তিনিই প্রথম, যাঁকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন, এবং এই মুহূর্তে জেল থেকেই চালাচ্ছেন দিল্লির সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মূলত রবিবার এই মহাসমাবেশের আয়োজন করেছিল। সমাবেশে উপস্থিত বহু কর্মী সমর্থকদের হেমন্ত সোরেনের মুখোশ পরে উপস্থিত হতে দেখা গিয়েছে। সমাবেশে স্লোগান উঠেছে হেমন্তের সমর্থনে। রবিবারের সমাবেশে জেলবন্দী দুই নেতার জন্য ফাঁকা রইল চেয়ার। তবে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন মঞ্চ উপস্থিত ছিলেন। গত কয়েকমাসে রাজনীতির ময়দানে বারবার দেখা গিয়েছে এই দুই মুখকে। তাঁরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিবু সোরেন, ফারুখ আবদুল্লাহ, তেজস্বী যাদব, অখিলেশ যাদব ভগবন্ত মান সহ অনেকেই। উল্লেখ্য, রবিবারই জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে এদিন রাঁচির সমাবেশে উপস্থিত হতে পারবেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
  • Link to this news (আজকাল)