• Indian Navy: সফল ভারতীয় নৌ-বাহিনীর মহড়া 'পূর্ব লেহের'
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ইস্টার্ন ন্যাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার, কমান্ডিং ইন চিফের নেতৃত্বে ভারতীয় নৌ-বাহিনী পূর্ব উপকূলে হল এই মহড়া । পূর্ব উপকূলে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করাই উদ্দেশ্য এই মহড়ার। মহড়ায় অংশগ্রহণ করেছিল ভারতীয় নৌ-বাহিনীর ডুবোজাহাজ, যুদ্ধ জাহাজ এবং ভারতীয় বায়ুসেনার সদস্যরা। সমুদ্রের বিভিন্ন স্থান থেকে নৌবাহিনীর প্রত্যেক সদস্যের সঙ্গে ভারতীয় বায়ুসেনার অবিচ্ছিন্ন যোগাযোগ রেখে শত্রুকে হারানোর কৌশল খতিয়ে দেখা হয়েছে মহড়া "পূরবী লেহের "- এ। পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ডারের পাশাপাশি এই মহড়ায় ভারতীয় বায়ু সেনা, আন্দামান-নিকোবার কমান্ড এবং উপকূল রক্ষী বাহিনীর সদস্যরাও অংশ নেন।
  • Link to this news (আজকাল)