নারিনকে ভয় দেখাতে ইডেনে 'আন্ডারটেকার' হলেন কোহলি!
২৪ ঘন্টা | ২২ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2024) ৩৬ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু (KKR vs RCB, IPL 2024)। রবিবার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাটিং করে কেকেআর তুলেছে ছয় উইকেটে ২২২ রান (ফিল সল্ট ৪৮, শ্রেয়স আইয়ার ৫০)। আর এদিন কেকেআরের ইনিংস শুরুর আগে আরসিবি সুপারস্টার বিরাট কোহলি কেড়ে নিলেন লাইমলাইট। তিনি কেকেআর স্টার সুনীল নারিনকে ভয় দেখানোর জন্য় ডব্লিউডব্লিউই (WWE) কিংবদন্তি আন্ডারটেকারকে (Undertaker) নকল করলেন।এবার আসা যাক মূল ঘটনায়। কোহলি যেভাবে হাতে বল নিয়ে ওয়ার্ম-আপ করা শুরু করেছিলেন, দেখে মনে হচ্ছিল যেন তিনিই বোলিং ওপেন করবেন। এমন সময়ে কোহলি এগিয়ে যান নারিনের কাছে। এবার ওয়েস্ট ইন্ডিজ বোলিং অলরাউন্ডারকে দেখে তিনি 'স্লিট থ্রোট' অঙ্গভঙ্গি করেন! এখন প্রশ্ন কী এই 'স্লিট থ্রোট'? যাঁরা ডব্লিউডব্লিউই শুরুর দিকে ফলো করতেন, তাঁরা জানেন যে, প্রতিপক্ষকে রিংয়ে শুইয়ে দেওয়ার আগে আন্ডারটেকার তাঁর চোখের দিকে তাকিয়ে, নিজের বুড়ো আঙুল গলায় ঘোরাতেন, গলা কেটে নেবেন বোঝাতেই এমন করতেন তিনি, কোহলি ঠিক এটাই করেন। এরপর দুই ক্রিকেটার হাসিতে ফেটে পড়েন। যদিও এদিন নারিন বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ১৫ বলে ১০ রান করে তিনি আউট হয়ে যান যশ দয়ালের বলে। ক্যাচটি নেন কোহলি।
কেকেআরের ২২২ রান তাড়া করতে নেমে আরসিবি পাওয়ারপ্লে-তে ৭৪ রান তুলেছে। চলে গিয়েছে দুই উইকেট। ফিরে গিয়েছেন দুই ওপেনার-বিরাট ও ফাফ। ৭ বলে ১৮ রান করে বিরাট ফেরেন হর্ষিত রানার বলে। অধিনায়ক ফাফকে ফেরান বরুণ চক্রবর্তী। ফাফ ৭ বলে ৭ রান করে আউট হয়েছেন। ভেঙ্কটেশ আইয়ার মিড-অনে দুরন্ত ক্য়াচ নেন। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত উইল জ্য়াকস ও রজত পতিদার অপরাজিত রয়েছেন ক্রিজে।