• তীব্র বিদ্রুপের শিকার কেরলের একমাত্র মুসলিম বিজেপি প্রার্থী
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৪
  • তিরুবনন্তপুরম: দিন কয়েক আগের কথা। রমজানের নামাজ পড়ে সদ্য মসজিদ থেকে বেরিয়েছেন তিনি। আচমকা বছর ষাটের এক প্রৌঢ় এগিয়ে এলেন তঁর দিকে। কটাক্ষ করলেন ‘বেইমান’ বলে। এদিকে, ভদ্রলোকের সঙ্গে থাকা লোকজনও চুপ। ঘটনাস্থল কেরলের মালাপ্পুরম শহরের মাদিন মসজিদ। কটাক্ষের শিকার সে রাজ্যের একমাত্র ইসলাম ধর্মাবলম্বী বিজেপি প্রার্থী ড. এম আব্দুল সালাম। 

    কেরলের মালাপ্পুরম লোকসভা কেন্দ্র। ৬৮.৩ শতাংশ মুসলিম ভোটব্যাঙ্ক সেখানে। কিন্তু ভোট চাইতে গিয়ে বারবার বিপাকে পড়ছেন বিজেপি প্রার্থী আব্দুল। কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। শিক্ষক হিসেবে সুনাম রয়েছে তাঁর। অথচ বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর থেকেই যেন বদলে গিয়েছে যাবতীয় সমীকরণ। হামেশাই কটাক্ষ, বিদ্রুপ, সমালোচনার মুখে পড়তে হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরাই তাঁকে বিঁধছেন। ভোটপ্রচারে গিয়ে তাঁর গলায় করুণার সুর, ‘আমিও মুসলমান। কেবল বিজেপিতে যোগ দিয়েছি বলে এমন আচরণের মুখে পড়তে হচ্ছে।’ তবে কেবল তাঁর সম্প্রদায়ের মানুষরাই তাঁর বিরোধিতা করছেন, এমনটা নয়। বিজেপি ও আরএসএস-র কর্মী-সমর্থকরাও পাশে নেই বলে আক্ষেপ তাঁর। মালাপ্পুরম কেন্দ্রে বিজেপির সংগঠন তেমন শক্তিশালী নয়। তার মধ্যে অধিকাংশ সক্রিয়ভাবে তাঁকে সমর্থন করছেন না। সম্প্রতি একটি মিটিং ডেকেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মাত্র ২৫ জন। অধিকাংশ নাবালক। হতাশার সঙ্গে মিটিং শেষ করেন আব্দুল। কার্ড বিলি করতে গেলেও কেউ নিচ্ছেন না। এভাবে মানুষের সাড়া না পেয়ে হতাশ ‘মোদি ভক্ত’ সালাম। 
  • Link to this news (বর্তমান)