• তেষ্টায় ছাতি ফাটে, চোঁ চোঁ করে জল পান রয়েল বেঙ্গলের
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে তাপপ্রবাহ। প্রতিদিন এ বিষয়ে সতর্ক করছে আবহাওয়া দপ্তর। অতিরিক্ত পরিমাণে জল শুধু অথবা ওআরএস মিশিয়ে পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে জঙ্গলে তো এসবের বালাই নেই। কিন্তু এই প্রখর গরমে সুন্দরবনের বাঘেদেরও প্রাণও তো ওষ্ঠাগত। শরীরে যে পরিমাণ জলের প্রয়োজন তা মেটাতে চেষ্টা করে চলেছে বাঘেরাও। গরমে অতিরিক্ত জল পান করে শরীর সুস্থ রাখার চেষ্টা চালাচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। এরকম এক তৃষ্ণার্ত বাঘকে জলাশয়ে মুখ ডুবিয়ে একমনে জল পান করতে দেখা গেল শনিবার। এরকম ছবি খুব কমই প্রকাশ্যে আসে। এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের আওতাধীন রামগঙ্গা রেঞ্জের চুলকাঠি জঙ্গলে মিষ্টি জল পানের দৃশ্যটি ভিডিও করেছেন এক বনকর্মী।

    জল খেতে খেতে সে তীক্ষ্ণ নজর রাখছিল চারদিকে। একবার মুখ তুলে রাজকীয় মেজাজে চারপাশে চোখ ঘুরিয়ে নিল। সম্ভবত শিকার রয়েছে কিনা দেখল। তারপর এক পেট জল খেয়ে তৃষ্ণা মিটতেই এক বিরাট লাফে জঙ্গলে ফিরে গেল পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি। তীব্র দাবদাহের চোটে সুন্দরবনের চারদিকের নদীনালাগুলি শুকিয়ে কাঠ। জঙ্গলে জীবজন্তুদের জলের সংস্থান এই খালবিল ও পুকুরগুলিই। সেগুলি শুকিয়ে গেলে সমস্যা। তবে এখনও কিছু পরিমাণ জল জলাশয়ে রয়েছে বলে দাবি দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডলের। তিনি বলেন, ‘বনকর্মীরা সারাক্ষণ নজর রাখছেন। জঙ্গলের ভিতরে জলাশয় শুকিয়ে গিয়েছে এরকম কোনও খবর আসেনি। সেরকম পরিস্থিতি তৈরি হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’
  • Link to this news (বর্তমান)