• তৃণমূল-বিজেপির পথে হেঁটেই মহিলাদের নিয়ে প্রচার সৃজনের
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: শুরু থেকেই জোড়াফুলের প্রচারে ঢল নেমেছে মহিলাদের। এক্ষেত্রে পদ্ম শিবিরও খুব একটা পিছিয়ে নেই। এই দুই ফুলের পর প্রচারে মহিলাদের নামালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। রবিবার বারুইপুর পূর্বে সৃজনের প্রচারে মহিলা ও যুবতীদের ভিড় উপচে পড়েছিল। এবারই প্রথম ভোট দেবেন সদ্য আঠারো পেরনো এক তরুণী। তিনি ইউটিউবে সৃজনের বক্তব্য শুনেছেন। এলাকায় প্রার্থী প্রচারে এসেছেন শুনে তাঁকে দেখতে বাড়ি থেকে ছুটে আসেন তিনি। কেউ আবার হাতের কাজ ফেলে এসেছেন প্রার্থীকে এক ঝলক দেখবেন বলে।

    এদিন সকালে বারুইপুর পূর্ব বিধানসভার গোচরণ পোস্ট অফিসের মোড় থেকে শুরু হয় সৃজনের প্রচার। প্রচারে বাম ছাত্র-যুবদের পাশাপাশি ভিড় করেছিলেন সমাজের প্রান্তিক অংশের মানুষও। লালঝান্ডা নিয়ে কর্মীরা আগে থেকেই প্রার্থীর জন্য অপেক্ষা করছিলেন। সৃজন আসতেই কর্মীদের মধ্যে উদ্দীপনা বেড়ে যায়। প্রথমে কিছুটা হেঁটে, তারপর টোটোয় উঠে জনসংযোগ করেন সিপিএম প্রার্থী। ল্যাব টেকনিশিয়ান কোর্সে পাঠরতা এক যুবতী সৃজনের টোটো দেখেই বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন। আব্দার এল অটোগ্রাফের। সৃজন যেন সিনেমার নায়ক। আর এক যুবতী এগিয়ে এসে বললেন, ইউটিউবে বক্তব্য শুনেছি আপনার। খুব ভালো লেগেছে। তাই দেখতে এলাম। আপনি এভাবেই পাশে থাকবেন। একটা ছবি চাই। খাকুড়দহ পঞ্চায়েত এলাকায় সৃজন ঢুকতেই রাস্তার পাশে মহিলাদের ভিড় জমাট হল। যুবতী থেকে গৃহবধূ— সব বয়সের মহিলাই তাতে শামিল। রাস্তায় ক্রাচ নিয়ে এক অসুস্থ ব্যক্তিকে চলতে দেখে গাড়ি থেকে নেমে তাঁর কাছে যান সৃজন। শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি কোন হাসপাতালে চিকিৎসা চলছে, তাও জানতে চান। প্রার্থীর সাফ কথা, দরকারে আমাকে জানাবেন। নিজের ফোন নম্বরও দেন ওই ব্যক্তিকে। এলাকারই এক বিশিষ্ট চিকিৎসক এগিয়ে এসে শুভেচ্ছা জানিয়ে বললেন, এবার যাদবপুরে তোমাকেই চাই। অনেক সাংসদ দেখলাম। কেউ জেতার পর আর এলাকায় আসে না। টোটো এগিয়ে চলল জাঙ্গালিয়ার দিকে। অনেক প্রবীণ মানুষ প্রার্থীকে পেয়ে এগিয়ে এসে এলাকার সমস্যার কথা জানালেন। সৃজন তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন।
  • Link to this news (বর্তমান)