আজ ভাগ্য নির্ধারণ ২৫ হাজার চাকরিপ্রার্থীর, রায় ঘোষণার আগে ফিরে দেখা SSC নিয়োগ দুর্নীতি মামলা
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
সোমবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আদালতের প্রকাশিত মামলার তালিকা মোতাবেক, এদিন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার রায় দেবেন।নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়েছিল রাজ্যজুড়ে। CBI-ED প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে বিভিন্ন স্তরের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল ২০১৬ সালে এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ এবং সংশ্লিষ্ট বছরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতি মামলা। সেই মামলাতেই সোমবার রায় ঘোষণা করার কথা কলকাতা হাইকোর্টের।
ফিরে দেখা নিয়োগ দুর্নীতি মামলা
২০২১ সালে জুন মাস: সেই সময় শুনানি শুরু করেছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।২০২১ সালে ২২ নভেম্বর: গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সন্দীপ প্রসাদের মামলায় প্রথম CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়।২০২১ সালের ৬ ডিসেম্বর: বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ CBI নির্দেশে স্থগিতাদেশ দেয় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিৎ বাগের একটি অনুসন্ধান কমিটি গড়ে দেয়।এরপর ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও CBI তদন্তের নির্দেশ দেন সেই সময় বিচারপতি পদে আসীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশও স্থগিত করে দেয় এবং বাগ কমিটিকে অনুসন্ধান করার জন্য নির্দেশ দেয়।২০২২ সালে ৭ এপ্রিল: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার তদন্তভার দেওয়া হয় CBI-এর হাতে।২০২২ সাল ১৭ মে: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ।২০২২ সালের ১৮ মে: বাগ কমিটির রিপোর্ট গ্রহণের পর সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা CBI তদন্তের নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের।২০২২ সালের ২২ জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।২০২২ সালে ২৮ সেপ্টেম্বর: CBI-এর প্রাথমিক রিপোর্ট মোতাবেক বিভিন্ন রকম ভাবে নিয়োগে দুর্নীতি করা হয়েছে।২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সাল, একাধিক শিক্ষক এবং কর্মীর চাকরি বাতিলের নির্দেশ একক বেঞ্চের।২০২৩ সালের ৯ নভেম্বর: কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করে SSC-র সমস্ত মামলা এক করে শুনানি করার জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়।