• Heat Wave In West Bengal : ৫০ বছরে হিটওয়েভের বেনজির স্পেল বাংলায়, তাপমাত্রার নিরিখে পুরুলিয়াকে হারাল ব্যারাকপুর
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • এই সময়: গরমের বাংলায় রেকর্ড ভাঙা-গড়ার পালা চলছে গত ক'দিন ধরেই। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই তাপপ্রবাহের হাত থেকে মুক্তির দিশা দেখাতে পারছে না আবহাওয়া অফিস। একটানা এক সপ্তাহ এমন তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে গোটা দক্ষিণবঙ্গে, তার নজির গত অন্তত পাঁচ দশকেও মনে করতে পারছেন না আবহবিদরা।তবে শুধু দিনের গরমে রক্ষা নেই, দোসর হচ্ছে রাতও। রবিবার আলিপুর হাওয়া অফিস আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে এমনটাই বলতে হয়। দিনের প্রবল তাপপ্রবাহের পরে সেই তাপমাত্রা নামতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে বলে মত আবহবিদদের।

    আবহাওয়া অফিসের রেকর্ড বলছে, ১৯ এপ্রিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ এপ্রিল ৪০.২ ডিগ্রির পর রবিবার, ২১ এপ্রিলও ৪০ ডিগ্রির উপরেই রইল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (৪০.৩)। এক বছর আগেও কলকাতার বাসিন্দারা এমনই নির্মম এবং উষ্ণ এপ্রিল দেখেছিলেন। গত বছরও এপ্রিলে মোট পাঁচবার ৪০ পার করেছিল শহর। কিন্তু তখনও পর পর তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর পেরিয়েছে, এমনটা হয়নি।

    শুধু গত বছরই কেন, ২০২৪-এর ১৫ এপ্রিল থেকে এখনও পর্যন্ত টানা সাত দিন ধরে যে ভয়াবহ গা ঝলসানো গরম দেখে চলেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলি, তেমন নজিরও গত ৫০ বছরে নেই বলেই মনে করছেন আবহবিদদের একাংশ। এই ভয়ঙ্কর পরিস্থিতির দ্রুত অবসান হওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। রবিবার সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসে।

    রবিবার পর্যন্ত সল্টলেক এই মরশুমে টানা ছ'দিন ৪০ ডিগ্রির ঘর পার করল। মহানগরের পরিস্থিতি যখন ঘরে-বাইরে টকিং পয়েন্টে পরিণত হয়েছে, তখন খেল দেখাচ্ছে কলকাতার কাছে ব্যারাকপুরও। রাজ্যের পশ্চিমের জেলাগুলোর সঙ্গে সমানে টক্কর নিয়ে রবিবার ব্যারাকপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ৪৩.৭ ডিগ্রিতে।

    এদিন ব্যারাকপুর ছিল পুরুলিয়ার (৪৩.৩) চেয়েও গরম। রাজ্যের মধ্যে উষ্ণতম বাঁকুড়া (৪৪.৫) এবং পানাগড় (৪৪) ছাড়া আর কোনও জায়গাই এদিন এতটা গরম ছিল না। গত কয়েক দিন ধরেই মহানগরের পৌনে এক কোটির কাছাকাছি বাসিন্দার নজর ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রার উপর। কিন্তু রাতের তাপমাত্রাও যে চুপিসারে রেকর্ড গড়ার পথে এগোচ্ছে, সে দিকে আবহবিদরা ছাড়া সম্ভবত আর কারও নজর ছিল না।

    রবিবার ভোররাতে কলকাতার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের রেকর্ড বলছে, অতীতে মাত্র ছ'বার কলকাতা এর চেয়ে বেশি উষ্ণ রাত দেখেছে। আবহবিদরা জানাচ্ছেন, ২০১৬-র ২৬ এপ্রিলও ২০২৪-র ২১ এপ্রিলের সঙ্গে যৌথ ভাবে এই তালিকায় সপ্তমে রয়েছে।

    শনিবার ৪৫.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে নতুন শিখরে উঠেছিল পানাগড়। প্রথমে মনে করা হয়েছিল, শনিবার দেশের মধ্যে হয়তো উষ্ণতম ছিল বাংলার ওই জায়গাই। তবে মৌসম ভবন জানিয়েছে, শনিবার দেশের উষ্ণতম স্থান হিসেবে পানাগড়কে মাত্র ০.১ ডিগ্রির জন্য হারিয়ে দিয়েছে ওডিশার বারিপদা (৪৫.২)।

    হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাজ্যের ১৯টি জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। আবহবিদরা জানাচ্ছেন, ওডিশার উপর কিছুটা মেঘ জমেছে। এর প্রভাবে বাংলার মতোই ভয়াবহ তাপে জ্বলতে থাকা ওডিশা এবং বাংলায় সংলগ্ন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উপর হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে তাতেও অসহ্য তাপপ্রবাহ থেকে মুক্তির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)