ঠিক যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! নেহাতই একজন পোলিং অফিসার। ঠিক আর পাঁচজনের মতো। তবুও অন্যদের থেকে আলাদা। আলাদা করে তাঁর দিকে চোখ যেতে বাধ্য। প্রতিবারই ভোটের সময় এক একজন পোলিং অফিসার নজর কাড়েন। তাঁদের নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বিশেষ করে প্রতিবারই কোনও কোনও না কোনও মহিলা পোলিং অফিসার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যান। এবারও তার ব্যতিক্রম নয়। বর্তমানে নেট মাধ্যমে ভাইরাল উত্তর প্রদেশের সাহারানপুর জেলার এক পোলিং অফিসার। গ্ল্যামারের ছটায় নেট দুনিয়ার ঝড় তুলেছেন তিনি। শুধু গ্ল্যামার বললে অবশ্য একটু ভুল হবে। নিজের কাজের গুণেও মুগ্ধ করেছেন সকলকে।ওই পোলিং এজেন্টের নাম ইশা আরোরা। শুধু গ্ল্যামারই নয়, গানঘো বিধানসভা কেন্দ্রে ভোট চলাকালীন নিজের কাজের প্রতি নিষ্ঠা ও সময়ানুবর্তিতার কারণেও প্রশংসিত হচ্ছেন। অপর কয়েকজন নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ইভিএম হাতে সাহারানপুরের পোলিং অফিসার ইশার ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ইশা আসলে কে, কী করেন তিনি তা জানতে নেটাগরিকদের মধ্য়ে কৌতুহল বাড়ে। নির্বাচনী সরঞ্জাম নিতে যাওয়ার সময়ও তাঁর সঙ্গে ছবি তোলেন অন্য়ান্য পোলিং অফিসারও।
জানা গিয়েছে, ইশা আরোরা স্টেট ব্যাঙ্কের একজন কর্মচারী। সাহারানপুরের গানঘো বিধানসভা কেন্দ্রের মহঙ্গী গ্রামে এবার তাঁকে নির্বাচনের কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্তব্য করে একজন ব্যক্তি লিখেছে, 'ইশা অরোরা সাহারানপুরের একজন পোলিং অফিসার। ইশা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কাজ করে এবং গানঘো বিধানসভা কেন্দ্রের মহঙ্গী গ্রামে পোস্ট করা হয়েছে তাঁকে।
অন্য একজন নেটিজেন ইশার একটি ছবি শেয়ার করেছেন, 'গ্রামের ভোট কেন্দ্রের প্রথম ভোটগ্রহণ কর্মকর্তা' হিসাবে তাঁর ভূমিকার উপর জোর দিয়েছেন। নেট মাধ্য়মে রাতারাতি ভাইরাল হওয়ার খবর চোখে পড়েছে ইশার। তবে সৌন্দর্য্য়ের গুণে নয় তিনি সর্বদা কাজের গুণেই খ্য়াতি অর্জন করতে চান, তা তাঁর কথাতেই স্পষ্ট। বলেন, 'যে কাজের দায়িত্ব দেওয়া হোক না কেন নিয়ম মেনে সব কাজ করা উচিত আমাদের। অফিসেও সময় মেনেই আমাদের কাজ করতে হয়। তাই যে কাজের দায়িত্ব দেওয়া হোক না কেন তা হালকা ভাবে নেওয়া উচিত নয়। আমি সঠিক সময় কাজের দায়িত্ব বুঝে নিতে গিয়েছিলাম।'
X-এ অন্য একজন ব্যক্তি নিশ্চিত করেছেন, 'ইশা অরোরা সাহারানপুরে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন সিনিয়র অ্যাসোসিয়েট অফিসার।' শুধু সৌন্দর্যেই নয় নিজের দায়িত্ব-কর্তব্যের প্রতি ইশার নিষ্ঠা দেখেও মুগ্ধ সকলেই। প্রশংসিত হচ্ছেন চারদিকে। সকলেরই একটাই মত, ইশার কাজের প্রতি দায়িত্ববোধ উদাহরণ হয়ে থেকে যাবে।