চলতি বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। উদ্বোধনের পরের দিন উপচে পড়া ভিড়। প্রতিদিন লাখ লাখ ভক্ত ভিড় জমাচ্ছেন রাম মন্দিরে। এক লহমার জন্য রামলালাকে স্বচক্ষে দেখতে ঘণ্টার পর ঘণ্টাও ভক্তরা লাইন দিতে রাজি। ভক্তদের নিরাপত্তা-সুরক্ষার কথা মাথায় রেখে কঠোর নিয়ম আরোপ করেছে মন্দির কর্তৃপক্ষ।এবার অযোধ্য়ার রাম মন্দিরে পৌঁছলে ভক্তরা সহজে আর রামলালার দর্শন পাবেন না। এজন্য প্রথমে তাঁদের এক কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরেই রামলালার দর্শনের অনুমতি পাবেন তাঁরা। রামনবমী মেলার পর ফের চালু হয়েছে আরতি ও সুগম দর্শন। পাসে জালিয়াতি রুখতে প্রথমবার পাস থাকা ভক্তদের ত্রিস্তরীয় চেকিংয়ের ব্য়বস্থা চালু করা হয়েছে। এই চেকিংয়ের জন্য পাস হোল্ডারদের কাছে ইস্যু হওয়া পাসের সঙ্গে আইডি রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। আগে এটি বাধ্য়তামূলক ছিল না। শুধুমাত্র ভক্তদের কাছে পাস থাকলেই তাঁরা মন্দিরে প্রবেশের অনুমতি পাচ্ছিলেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, পাস হোল্ডারদের যাচাইয়ের জন্য থামিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চুরি-ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। আর তারপরেই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নয়া নিয়ম কর্তৃপক্ষের।
কেন এরকম নিয়ম?
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগের ব্য়বস্থার কারণে সাইবার অপরাধীরা অন্য়ের আইডি প্রুফে লোক পাঠিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। এই কারণে আইডি প্রুফ যাচাইয়ের ব্য়বস্থা কার্যকর করা হয়েছে। এই নতুন ব্যবস্থায় মন্দিরের প্রবেশদ্বারে নিরাপত্তাকর্মীরা প্রথমে পাসের একটি সাধারণ পরীক্ষা করবেন। তারপর নির্দিষ্ট সংখ্যক ভক্তের প্রবেশ নিশ্চিত করতে তাঁদের স্বাক্ষর রাখবেন নিজেদের কাছে। এরপর ফ্রিস্কিং এলাকায় উত্তর প্রদেশ পুলিশের একজন সাব-ইনস্পেক্টর পাস হোল্ডারের আইডি প্রুফ দেখতে চাইবেন। পাস হোল্ডাদের মুখ তাঁর আইডি প্রুফের সঙ্গে মেলানো ছাড়াও পাসের স্লটের সময় ও তারিখও পরীক্ষা কর হবে। নথি যাচাইয়ের সব ধাপে আধিকারিকরা সন্তুষ্ট হলে ও কোনপ্রকার গোলমাল খুঁজে পাওয়া না গেলে কর্মকর্তারা পাস হোল্ডারকে দিয়ে স্বাক্ষর করাবেন। ফ্রিস্কিং এলাকায় চেক করার পর তৃতীয়বার ফের পাস চেকিং হবে। তারপর নির্ধারিত ভক্তদের গণনা করে মন্দিরের প্রবেশ দ্বারের দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র প্রধান ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের রামলালার প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কেশব পরশরণ মঙ্গলবার তারঁ পরিবারের সঙ্গে অযোধ্য়ায় পৌঁছবেন। তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টে অযোধ্য়া বিতর্ক মামলার অন্য সহযোগী অ্যাডভোকেটদের একটি দলও সেখানে পৌঁছবে। এই তথ্য জানিয়েছেন তীর্থস্থান এলাকায় সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি জানিয়েছেন, ৯০ বছরের উপর বয়স হওয়ার শ্রীপরশরণ অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। যদিও মন্দির নির্মাণ শুরু হওয়ার পর তিনি একবার দর্শন করেছিলেন। তবে রামলালাকে দেখতে পারেননি, অভিষেক অনুষ্ঠানেও যোগ দিতে পারেননি। এই কারণেই তিনি এখন পুরো পরিবার নিয়ে দর্শনে আসছেন।
গত ফেব্রুয়ারি থেকে রাম মন্দিরের রামলালার দৈনিক শ্রিংগার আরতি দূরদর্শনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শ্রিংগার আরতির সম্প্রচারের সময় সকাল ৬টা ১৫ মিনিট। দূরদর্শনে সম্প্রচারের সময়কাল ছিল ২০ থেকে ২৫ মিনিট যেখানে রাম নবমীতে টেলিকাস্ট প্রায় ৪০ মিনিট ধরে চলে। রাম নবমী শেষ হওয়ার পরে সময়কাল ১২ থেকে ১৫ মিনিট কমিয়ে আনা হয়েছে। এই বিষয়ে দূরদর্শনের সহকারী পরিচলক ইঞ্জিনিয়ারিং অনিল সিং বলেন, ' বিশেষ অনুষ্ঠান ছাড়া সম্প্রচারের সময়কাল পূর্বনির্ধারিত। এই নির্ধারিত সময়ে যখন মন্দিরের পুরোহিতরা রামলালাকে সাজিয়ে আরতি করেন তখনই সম্প্রচার শুরু হয়। রামলালার সাজসজ্জার সময় পিরিয়ড বিশেষ দিনে পিছিয়ে যায়।'