• Narendra Modi : 'যাদের অনেক বাচ্চা তাদের মধ্যে মা-বোনেদের সোনা বিলিয়ে দেবে!' মুসলিম-প্রীতি নিয়ে মোদী-রাহুল তরজা
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • রাজস্থানের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে কেন্দ্র করে বাক্যবাণ নিক্ষেপ শুরু করেছে BJP এবং কংগ্রেস। নমো বলেন, 'কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে তারা দেশের সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবে। যাদের বেশি বাচ্চা আছে, তাদের বিলিয়ে দেবে।'কংগ্রেসের বক্তব্য, নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলছেন। হিন্দু, মুসলিমদের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন। এদিকে, BJP প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করে সরব হয়েছে। ২০০৬ সালের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মনমোহন সিং বলছেন, 'দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের।'

    মোদীর আক্রমণরাজস্থানের ব়্যালি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে 'আর্বান নকশাল' পার্টি বলেও আক্রমণ করেন। বাঁশওয়ারা ব়্যালি থেকে তিনি বলেন, 'কংগ্রেসের ইস্তেহারে লেখা রয়েছে তারা দেশের মা-বোনেদের গয়না নিয়ে হিসেব করে তা বিলিয়ে দেবে। মনমোহন সিংয়ের সরকার বলেছিল, দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। তাহলে আপনারাই বুঝুন, মা-বোনেদের গয়না ওরা কাদের মধ্যে বিলিয়ে দেবে। যারা বেশি বেশি সন্তানের জন্ম দেয় তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে দেশের সম্পত্তি। বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে আপনাদের কষ্ট করে অর্জিত পয়সা। আপনারা কি চান, আপনাদের পয়সা বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক? মেনে নিতে পারবেন তো সেটা?'

    মোদীর সংযোজন, 'কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে আপনার ঘরের সোনাদানা ছিনিয়ে নেবে ওরা। কষ্ট করে রোজগার করা পয়সা বেআইনি অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেবে। এগুলো কি আপনারা মেনে নিতে পারবেন?' প্রধানমন্ত্রী মহিলাদের উদ্দেশ্য করে বলেন, 'প্রত্যেকের বাড়িতে মা-বোনেদের কত করে সোনা রয়েছে তা খতিয়ে দেখা হবে। এই সোনা দেখানোর জন্য তো বাড়িতে রাখা হয় না। এর সঙ্গে মহিলাদের আবেগ, আত্মমর্যাদা জড়িত থাকে। মঙ্গলসূত্রের মূল্য তো সোনার বাজারদর দিয়ে মাপা যাবে না। এটা মহিলাদের কাছে একটা স্বপ্ন। কংদ্রেস সেই স্বপ্ন, সেই আবেগ, সেই আত্মমর্যাদা ছিনিয়ে নিতে চাইছে।'

    পালটা কংগ্রেসএদিকে, সমস্ত অভিযোগ খারিজ করেছে কংগ্রেস। তাদের ইস্তেহারে এমন কোনও কথা লেখা নেই বলে সাফ জানিয়েছে হাত শিবির। রবিবার রাতেই এক্স হ্যান্ডেলে এই নিয়ে সরব হন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর মন্তব্যের পালটা তিনি বলেন, 'ভয় থেকে এমন নাগাড়া মিথ্যে বলে চলেছেন নরেন্দ্র মোদী। আসল ইস্যুগুলি থেকে নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে সরিয়ে নিতে চাইছেন।' রাহুল বলেন, 'প্রথম দফার ভোটের পর হতাশ নরেন্দ্র মোদী। ভয় থেকেই এমন মিথ্যা ভাষণ তাঁর। কংগ্রেসের যুগান্তকারী ইস্তেহার নিয়ে সাধারণ মানুষ বিপুল হারে সমর্থম দেখিয়েছেন। ইস্যুর উপর ভিত্তি করে ভোট দেবে জনতা। কর্মসংস্থানের জন্য, পরিবার-পরিজনের কল্যাণ এবং ভবিষ্যৎ তৈরির জন্য ভোট দেবে তারা।'
  • Link to this news (এই সময়)