• অসুস্থ শরীরেও দাপিয়ে প্রচার গৌতমের, ভোকাল টনিকে টগবগে 'জোশ' কর্মীদের
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • রাজ্যে ৩৪ বছরের বাম জমানার বদলের পর বিভিন্ন সময়ে তৃণমূলের বিরুদ্ধে চরম আক্রমণ শানাতে দেখা গিয়েছে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তবে পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই অন্তরালে চলে যান তিনি। এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবারও দলীয় প্রার্থীর সমর্থনে শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই ময়দানে স্বমহিমায় গৌতম দেব। বয়সের ভারে ও শারীরিক অসুস্থতার কারণে আগের সেই তেজ না থাকলেও, তাঁকে দেখামাত্রই যেন নতুন অক্সিজেন এল দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। জড়ানো কথাতেই প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতেও দেখা যায় গৌতম দেবকে। এককথায় জনসংযোগের মধ্যমণি যেন হয়ে ওঠেন তিনিই।দুই প্রার্থীকে পাশে নিয়ে প্রচারলোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে অর্থাৎ আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন। পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও রয়েছে উপনির্বাচন। এদিন একই সঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার সারতে দেখা দেখা যায় প্রবীণ এই বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে পাশে নিয়ে ভোট প্রচার সারেন তিনি।

    কারা ছিলেন মিছিলে?এদিনের রোড শো-এ সিঁথির মোড় থেকে শুরু হয়ে কাশিনাথ দত্ত রোড, গোপাল লাল ঠাকুর রোড, বনহুগলি মোড়, দেশবন্ধু রোড, আলম বাজার মোড় হয়ে পিডব্লিউডি রোডের সংযোগস্থলে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বরহনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তন্ময় ভট্টাচার্য, দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী চন্দন সেন, বিমল চক্রবর্তী, সুপ্রিয় দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস, আরএসপি ও সিপিআই-এর স্থানীয় নেতানেত্রীরাও। বাম ও কংগ্রেস নেতাদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এদিনের মিছিলে পা মেলান। গৌতম দেবকে এতদিন পর আবারও দলীয় কর্মসূচিতে পেয়ে যেন বাড়তি 'জোশ' ফিরে এসেছে বাম কর্মী সমর্থকদের মধ্যে।

    এদিন দূরদর্শনের লোগোর রং গেরুয়া করা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন গৌতম দেব। একইসঙ্গে দমদম ও বরানগর কেন্দ্রে দলীয় প্রার্থীদের জয় নিয়েও আশাপ্রকাশ করতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য দমদম লোকসভা কেন্দ্রে ৩ বারের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে এবারে লড়াইতে নেমেছেন সৌগত রায়। অন্যদিকে তাপস রায় বরানগরের বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করায়, ওই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
  • Link to this news (এই সময়)