RCB qualification scenarios: ৮ ম্যাচে ৭ হার, নাইটদের কাছে থ্রিলারেও স্বপ্নভঙ্গ! তবু প্লে অফে যাবে RCB, এই সমীকরণ মিললেই
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
RCB playoffs equation:
কেকেআরের কাছে রবিবাসরীয় ইডেনে ১ রানে পরাজয়ের পরও আরসিবির প্লে-অফ পর্বে যাওয়ার সুযোগ আছে। এবারের আইপিএলে পয়েন্টের বিচারে আরসিবি রয়েছে সবার নীচে। রবিবারের ম্যাচে হারের পর তারা এবারের আইপিএলে সাতটি ম্যাচে পরাজিত হয়েছে। এতগুলো হারের জেরে আরসিবির প্লে-অফ পর্বে যাওয়ার আশা প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তবে, শেষ হয়ে যায়নি।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)