• তিহারের রিপোর্ট মিথ্যে, দাবি আপের
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৪
  • নয়াদিল্লি: বর্তমানে তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘদিন ধরেই টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত আপ সুপ্রিমো। সম্প্রতি ইডি দাবি করেছিল, জেলে কেজরিওয়াল দেদার মিষ্টি ও আম খাচ্ছেন। যাতে অসুস্থতার দোহাই দিয়ে জামিনের আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সংস্থার সেই দাবি আগেই নাকচ করেছে আম আদমি পার্টি। রবিবার ফের কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে দল। এদিন আপের তরফে সৌরভ ভরদ্বাজ বলেন, ‘তিহার জেলের রিপোর্ট একগুচ্ছ মিথ্যে। প্রথমত, যথেচ্ছভাবে সুগারের পরিমাণ মাপা হচ্ছে। শুধুমাত্র যখন সুগারের পরিমাণ কম থাকে সেই তথ্য রয়েছে রিপোর্টে। এটা অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।’ প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী। বর্তমানে জেল থেকেই সরকার পরিচালনা করছেন তিনি।
  • Link to this news (বর্তমান)