• সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা: মহুয়া
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ‘স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই’। গতবছর ডিসেম্বরে দিল্লির সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে বিজেপিকে উদ্দেশ্য করে হুঙ্কার দিয়েছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। কথা বলতে না দিয়ে সংসদ ভবন থেকে তাঁকে অনৈতিক বহিষ্কারের বিরুদ্ধে সরব হয়েছিল সকল বিরোধীরা। জাতীয় স্তরে তাতে সুর মিলিয়েছিল বামেরাও। খোদ সীতারাম ইয়েচুরি মহুয়া মৈত্রকে সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘আদানির বিরুদ্ধে প্রশ্ন করার জন্য মহুয়াকে টার্গেট করা হচ্ছে’। কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচনে সেই বামেরাই মহুয়া মৈত্রকে টক্কর দিচ্ছে। বাম শিবিরের এই দোদুল্যমান অবস্থা দেখে কিছুটা হতাশ হয়েছেন ঘাসফুল প্রার্থী। যা দেখে কিছুটা ক্ষোভের সুরেই মহুয়া মৈত্র বলেন, সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।

    সম্প্রতি, কালীগঞ্জ ব্লকের হাতগাছা পঞ্চায়েত এলাকায় পথসভায় যোগ দেন মহুয়া মৈত্র। সামান্য পঞ্চায়েতের পথসভাতেই কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত লোকসভা নির্বাচনে এই পঞ্চায়েত থেকেই প্রায়  দশ হাজার লিড পেয়েছিলেন মহুয়া। তাই কালীগঞ্জ ব্লকের এই পঞ্চায়েতটি তৃণমূলের শক্তিশালী ঘাঁটি বলেই পরিচিত। ওই পঞ্চায়েতের পথসভায় উপস্থিত সাধারণ মানুষের উপর আস্থা রেখে মহুয়া বলেন, ‘দিল্লিতে বসে বিজেপি ঠিক করবে না যে আমি থাকব কী থাকব না। সেই অধিকার একমাত্র আপনাদের কাছে। আপনারাই ঠিক করবেন আমি থাকব কী থাকব না। বিজেপিকে এবার শিক্ষা দিতে হবে।এরপরই সিপিএমকে আক্রমণ করেন তৃণমূল প্রার্থী। বহিষ্কারের কথা স্মৃতিচারণ করে তিনি বলেন, ইন্ডিয়া জোটের কংগ্রেস, সিপিএম সবাই আমার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে কৃষ্ণনগর লোকসভায় সিপিএম আমার বিরুদ্ধে ভোট চাইছে। এই সিপিএমকে আপনারা চিনে নিন। কালীগঞ্জের হাতগাছা এলাকা থেকে সিপিএম ভোট পেলেও বামেরা কৃষ্ণনগর লোকসভা আসন জিততে পারবে না। তাই তাদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।  কালীগঞ্জের জনসভায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)