• SSC দুর্নীতি মামলা: ২৩,৭৫৩ নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট, কোনও চাকরি বৈধ নয়
    প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে SSC নিয়োগ সংক্রান্ত মামলায় বড়সড় রায় কলকাতা হাই কোর্টের। ২০১৬ সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত। সুতরাং চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। ডিআই এবং জেলাশাসকদের মারফতই বেতন ফেরাতে হবে চাকরিহারাদের। 

    সোমবার নির্ধারিত সময়মতো সকাল সাড়ে দশটা নাগাদ SSC মামলার রায় পড়তে শুরু করেন বিচারপতি দেবাংশু বসাক। ২৮১ পাতার রায়ে মোট ৩৭০টি অনুচ্ছেদ রয়েছে। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলাই গ্রহণযোগ্য বলেই পর্যবেক্ষণ বিচারপতি বসাকের। বিচারপতি জানান, ২০১৬ সালের বিতর্কিত গোটা প্যানেলই খারিজ করা হয়। ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল বলে জানায় আদালত। শুধুমাত্র সোমা দাস নামে এক চাকরিপ্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাই কোর্ট। কারণ, তিনি ক্যানসারে আক্রান্ত। মানবিক কারণে তাঁর চাকরি বহাল রেখেছে আদালত।

    চাকরিহারাদের প্রত্যেককে পাওয়া বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। ডিআই এবং জেলাশাসকের মারফত এই টাকা ফেরাতে হবে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে। সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাবে। প্রয়োজনে দুর্নীতিগ্রস্তদের হেফাজতে নিতে পারবে সিবিআই। এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। একইসঙ্গে ওএমআর প্রস্তুতকারক সংস্থা নাইসার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। হাই কোর্টের মতে, মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরে সমস্ত নিয়োগই অবৈধ।
  • Link to this news (প্রতিদিন)