মুম্বই হামলার মাস্টারমাইন্ডের সঙ্গে সাক্ষাৎ! অভিষেকের বাড়ি রেইকি করে গিয়ে মুম্বইতে ধৃত 'আগন্তুক'
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
জঙ্গিদের নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? সোমবার মুম্বই থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজারাম রেগে। ওই ব্যক্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রেইকিও করেন বলে খবর। এপ্রিল মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও অফিসের সামনে ওই রেইকি করা হয়েছে জানা যাচ্ছে।কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ রাজারাম রেগে নামে এই ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি একসময় একসময় একটি রাজনৈতিক দলের নেতাও ছিলেন বলেজানা যাচ্ছে। ২৬/১১ মুম্বই হামলার তদন্তেও উঠে এসেছিল এই রাজারাম রেগের নাম। হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি যখন শিকাগোতে বিচার প্রক্রিয়া চলছিল, সেই সময় তিনি বয়ান দিয়েছিলেন যে রাজারাম রেগে নামক এই নেতার সঙ্গে তিনি দেখা করেছিলেন।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুরুলিধর শর্মা বলেন, '২৬/১১ হামলার সময় ডেভিড হেডলি যখন ভারতে এসেছিলেন, সেই সময় অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। সেই তালিকায় যাঁরা ছিলেন তাদের মধ্যে একজন রাজারাম রেগে। রাজারাম তখন নিজেকে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেয়। আর ও মুম্বইযের রাজনৈতিক লোকেদের সঙ্গে দেখা করিয়ে দেবে।'
কলকাতা পুলিশের তরফে জানান হয়েছে, শহরে এসে দক্ষিণ কলকাতার একটি হোটেলে ছিলেন রাজারাম। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্তসাহায়কের ফোন নম্বরও জোগাড় করেন। রেইকি করা হয় তৃণমূল সাংসদের বাড়ি। তবে কেন অভিষেকের বাড়ি রেইকি করলেন তিনি, তা জানতেই গ্রেফতার করা হয়েছে রাজারামকে।