SSC Job : SSC মামলায় গোটা প্যানেল বাতিল, ২৪ হাজারের বেশি শূন্যপদ, নিয়োগ নিয়ে আশা?
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ SSC মামলার রায় ঘোষণা করেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এদিন পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।উল্লেখ্য, ২০১৬ সালে এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ এবং একই বছরে স্কুলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় এদিনের রায়। এই নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৪০। কিন্তু, নিয়োগ করা হয়েছিল ১ হাজার ১১৩ জনকে। এর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। সোমবার সেই যাবতীয় পদ মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।
এরপরেই প্রশ্ন উঠছিল, পূর্ববর্তী যে শূন্যপদগুলি ছিল, তা কি বজায় থাকবে? এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘পূর্ববর্তী শূন্যপদ থাকবে। ২৪ হাজার ৬৪০টি শূন্যপদ যা চারটি নিয়োগ প্রক্রিয়ায় ছিল তা থাকবে।’ তিনি আরও বলেন, ‘বঞ্চিতদের সুযোগ দেওয়ার জন্য এই লড়াই। তা প্রথম থেকে ইস্যু ছিল।’
উল্লেখ্য, অযোগ্যদের চাকরি বাতিল এবং যোগ্যদের নিয়োগের দাবিতে ১১৩৫ দিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিপ্রার্থীদের একাংশ। এদিনের রায়ে স্বভাবতই খুশি তাঁরা। শূন্যপদ রইলই। নিয়োগের বিষয়টি কী হতে চলেছে? তা জানতে আগ্রহী তাঁরা। তবে বর্ষীয়ান আইনজীবীদের দাবি, বিষয়টি নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করার আগে রায় ভালো করে খতিয়ে দেখতে হবে।
একসময় চুল কেটে চাকরির জন্য হাহাকার করতে শোনা গিয়েছিল রাসমণি পাত্রকে। এই রায় শোনার পর তাঁর চোখে দল। তিনি বলেন, 'আমাদের দিকেও আদালত যাতে মানবিক দৃষ্টি নিক্ষেপ করে এমনটাই আবেদন করব।' পরীক্ষা দিয়েছিলেন তাঁরা এবং র্যাঙ্কও আসে, এমনই মন্তব্য করেন তিনি। রাসমণি বলেন, ‘অনেক চাকরিপ্রার্থী এই মুহূর্তে আদালতের দিকে তাকিয়ে।’
এদিন বিচারপতি বসাক বলেন, ' SSC প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের ফেরত দিতে হবে বেতন।' যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। CBI তদন্ত চলবে। বেআইনিভাবে যাঁরা সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি পেয়েছিলেন তাঁদের হেফাজতে নিতে পারবে CBI।
আদালত এদিন রায়ে জানায়, 'চার সপ্তাহের মধ্যে জেলাশাসকরা বেআইনি নিয়োগ পাওয়াদের চিহ্নিত করে টাকা ফেরানোর ব্যাবস্থা করবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে সিবিআইকে। সুপার নিউমেরিক পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত করবে। কার বা কাদের মদতে তা হয়েছে, তা খুঁজে বার করতে হবে।