• Sikkim News : ফের সিকিমে বড় ধস! আটকে বহু পর্যটক, উদ্ধারকাজে BRO
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • সিকিমে ফের বড়সড় ধস। ফের বিপাকে পর্যটকরা। জানা গিয়েছে, রবিবার রাতে ধস নামে সিকিমের মঙ্গন এলাকায়। মঙ্গন থেকে ডিকচু যাওয়ার পথে এই ধস নেমেছে বলে খবর। এর জেরে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। পর্যটক সহ কোনও গাড়ি মঙ্গনের এই রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। ফলে বেড়াতে গিয়ে অনেকেই মুশকিলে পড়েছেন। সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক করতে BRO-র সাহায্য নিতে হয়েছে প্রশাসনকে।কোন রাস্তায় ধসের জেরে আটকে পর্যটকরা?জানা গিয়েছে, রবিবার রাতে আচমকাই ধস নামে সিকিমের মঙ্গন থেকে ডিকচু এবং সিংতাম যাওয়ার রাস্তায়। ধসের কারণে এই সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। সম্পূর্ণভাবে যান চলাচল স্থগিত করে দেওয়া হয়েছে। ডিকচু এবং সিংতামগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার পর রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে বহু সংখ্যক গাড়ি। ঘটনার পরেই রাস্তা থেকে পাথর সরানোর কাজে হাতে লাগায় স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে তলব করা হয় বর্ডার রোড অর্গানাইজেশনকে। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে ধস সরানোর কাজ। সোমবারই ধস সরিয়ে স্বাভাবিক হতে পারে এই পাহাড়ি সড়কে যান চলাচল। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। মঙ্গন পর্যন্ত রাস্তায় পাথরের চাঁই সরিয়ে পরিষ্কার করার চেষ্টা চলছে। বর্তমানে রাস্তা পুনরায় চালু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। পর্যটকদের গাড়ি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কন্টেনার এই পথেই যাতায়াত করে। ফলে দীর্ঘক্ষণ তা আটকে থাকলে সমস্যা তৈরি হতে পারে। ধসের মধ্যে কোনও গাড়িকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।

    উত্তর সিকিম যাওয়ার পথে বিপত্তিউল্লেখ্য, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে একাধিকবার সিকিমের পর্যটন এলাকাগুলিতে ধস নামে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একাদিক পর্যটকের ফেঁসে যায়। গত ৬ এপ্রিল থেং টানেলের কাছে একটি ধস নামে। এর জেরে চুংথাং থেকে মঙ্গন যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। উত্তর সিকিম যাওয়ার জন্য মূলত এই রাস্তা দিয়েই যায় পর্যটকদের গাড়িগুলি। ফলে বারবার এই মঙ্গনের রাস্তায় ধস নামায় বিপাকে পড়ছেন পর্যটকরা। নর্থ সিকিমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা চুংথাং থেকে মঙ্গন হয়েই যায়। নর্থ সিকিমের এই অংশে যাওয়ার জন্য যে সমস্ত পর্যটকরা বেরিয়েছিলেন, প্রত্যেকেরই আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)