রবিবার আচমকাই অসুস্থ হয়ে পরেছিলেন রাহুল গান্ধী। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রাঁচিতে ইন্ডিয়া জোটের সমর্থনে অনুষ্ঠিত মেগা ব়্যালিতেও অংশ নিতে পারেননি তিনি। রবিবারের পর সোমবারও সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছেন তিনি।গুরুতর অসুস্থ রাহুল গান্ধী?তবে কি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী? তাঁর শারীরিক অবস্থা নিয়ে জয়রাম রমেশ ঠিক কী জানিয়েছিলেন? এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে কংগ্রেস নেতা বলেন, 'রাহুল গান্ধী সাতনা এবং রাঁচিতে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু, আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দিল্লির বাসভবন থেকে আপাতত বেরোতে পারছেন না। ফলে ইন্ডিয়া জোটের মেগা ব়্যালিতে তিনি অংশ নিতে পারছেন না।'
বাতিল নির্বাচনী কর্মসূচিউল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। কেরালার ওয়েনাড আসনেও ওইদিনই ভোট। নিজের কেন্দ্রে ভোটের আগেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। অসুস্থতার জন্য তাঁর কেরালায় সমস্ত নির্বাচনী কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে। কেরালার প্রদেশ কংগ্রেস কমিটির কার্যবাহী অধ্যক্ষ এবং LDF-এর পক্ষ থেকে এমএম হাসান বলেন, 'সোমবার রাহুল গান্ধীর সমস্ত জনসভা বাতিল করা হয়েছে। তিনি নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে পারছেন না।' ফলে অনুমান করা হচ্ছে অসুস্থতার কারণে দিল্লি থেকে আপাতত কেরালা পৌঁছতে পারছেন না কংগ্রেস নেতা।
প্রখর গ্রীষ্ম এবং ভয়ংকর তাপপ্রবাহের মধ্যেই চলছে লোকসভা নির্বাচন। প্রথম দফা থেকেই রাজনৈতি উত্তাপের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। লুয়ের মাঝেই বুথে বুথে লাইন দিতে দেখা গিয়েছে ভোটারদের। তবে নির্বাচন কমিশনের অনুমান ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে ভোটারদের উপস্থিতির হার কম থাকার অন্যতম মূল কারণ তীব্র তাপপ্রবাহ। আর এই মারাত্মক গরমের মধ্যেই প্রচার করতে হচ্ছে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। যা নিয়েও উদ্বেগে কমিশন। রাহুল গান্ধী কি অত্যধিক গরমের জেরেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন? দলের একাংশ তেমনটাই মনে করছেন। কর্মী-সমর্থকদের একাংশের অনুমান, চিকিৎসকের পরামর্শেই সম্ভবত রাহুল গান্ধী আপাতত প্রখর রোদে বের হচ্ছেন না। তবে তাদের নেতা যে শীঘ্রই ফের ময়দানে নামবেন, তা নিয়ে আশাবাদী হাত শিবির। কেরালায় ভোটের মুখে ফের রাহুলকে স্বমহিমায় দেখার অপেক্ষায় সকলেই।