• Manmohan Singh : 'দেশের সম্পদে মুসলিমদের প্রথম অধিকার', সত্যিই কি বলেছিলেন মনমোহন সিং? দেখুন ভিডিয়ো
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • 'যাদের বেশি বাচ্চা রয়েছে তাদের মধ্যে দেশের সম্পত্তি ভাগ করে দেবে ওরা।' কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলা নরেন্দ্র মোদীর এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক। এই মন্তব্যের প্রেক্ষিতে তিনি হাতিয়ার করেছেন ২০০৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি ভিডিয়োকে।BJP-র দাবি, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। এই মর্মে তাঁর পুরনো বক্তব্যের ভিডিয়োও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    কী বলেছিলেন মনমোহন সিং?২০০৬ সালের ৯ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, 'কোন কোন বিষয়গুলির অগ্রাধিকার পাওয়া উচিত, তা আমাদের কাছে খুব স্পষ্ট। কৃষি, সেচ, জলসম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ পরিকাঠামোতে বিনিয়োগ, তফসিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘুর নারী ও শিশুর উন্নয়নের কর্মসূচি আমাদের অগ্রাধিকার। তফসিলি জাতি ও উপজাতির জন্য নতুন করে পরিকল্পনা করা দরকার। এটা নিশ্চিত করতে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে।' তিনি আরও বলেছিলেন, 'প্ল্যানিং কমিশন অবশ্যই এই বিষয়গুলি পর্যালোচনা করবে। আমরা এড়াতে পারি না, আগামীতে কেন্দ্রের সম্পদের আরও প্রসার ঘটবে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে দেশের মুসলিমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, যাতে সমস্ত বিষয়ে সমান অধিকার পান, উন্নয়নের সমান অংশিদার হতে পারেন, তার জন্য আমাদের উদ্বাবনী পরিকল্পনা ভাবতে হবে। সম্পদের প্রতি যেন তাদের সর্বপ্রথম অধিকার থাকে।' ৫২তম ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠকে এই বক্তব্যই রেখেছিলেন মনমোহন সিং। সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে সংখ্যালঘুদের সমান অধিকারের কথাও সে সময় শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মনমোহন সিংয়ের ২০০৬ সালের এই বক্তব্যের সম্পূর্ণ অংশ তুলে না ধরে কেবলমাত্র শেষ দিকটি ভিডিয়ো থেকে কেটে প্রচার করেছে BJP।

    মোদীর প্রতিক্রিয়ারাজস্থানের ব়্যালি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মনমোহন সিংয়ের এই বার্তাকেই হাতিয়ার করেন। বাঁশওয়ারা ব়্যালি থেকে তিনি বলেন, 'মনমোহন সিংয়ের সরকার বলেছিল, দেশের সম্পত্তির উপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। তাহলে আপনারাই বুঝুন, দেশের মা-বোনেদের গয়না, দেশের সম্পদ ওরা কাদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে। যারা বেশি বেশি সন্তানের জন্ম দেয় তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে দেশের সম্পত্তি। বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে আপনাদের কষ্ট করে অর্জিত পয়সা।'

    মোদীর সংযোজন, 'আপনারা কি চান, আপনাদের পয়সা বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক? মেনে নিতে পারবেন তো সেটা? কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে আপনার ঘরের সোনাদানা ছিনিয়ে নেবে ওরা। কষ্ট করে রোজগার করা পয়সা বেআইনি অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেবে।'
  • Link to this news (এই সময়)