Lok Sabha Election Nomination: ভোটে লড়তে পারবেন না এই প্রার্থীরা, কোন কোন আসনে বাতিল মনোনয়ন?
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
২০২৪ সালের নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তার আগে সব দলই প্রচার কাজে ব্যস্ত। চলছে মনোনয়ন জমা পর্ব। এই আবহে একাধিক আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সবক'টি অবশ্য বিরোধী দলের। একাধিক আসনে প্রার্থীদের মনোনয়নের কাগজপত্র সঠিকভাবে পূরণ না হওয়ায় বাতিল হয়েছে। কংগ্রেস, বিএসপি এবং সমাজবাদী পার্টির প্রার্থীরাও এই তালিকায় রয়েছেন। সর্বশেষ বাতিল হয়েছে কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন।গুজরাটের সুরাট লোকসভা আসনে কংগ্রেসের হয়ে লড়ছেন নীলেশ কুম্ভনি। সম্প্রতি তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগেও একাধিক নেতার মনোনয়ন বাতিল হয়। মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা আসনের জন্য সমাজবাদী প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশের আমলা এবং বরেলি লোকসভা আসন থেকে বিএসপি (BSP) প্রার্থীদের মনোনয়ন বাতিলে বড় ধাক্কা খেয়েছে দল।কীভাবে একটি মনোনয়ন বাতিল হয়?
নির্বাচনের তারিখ ঘোষণার পাশাপাশি নির্বাচন কমিশন মনোনয়নের তারিখ থেকে মনোনয়ন প্রত্যাহারের তারিখ পর্যন্ত পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করে। মনোনয়ন রাউন্ড শুরু হলেই বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন জমা দেন। যে কোনও নাগরিক এতে নাম নথিভুক্ত করতে পারবেন, এ জন্য তাঁর নাম ভোট তালিকায় থাকতে হবে। তালিকাভুক্তির সময়, প্রার্থীদের একটি ফর্ম দেওয়া হয় যাতে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হয়। ফর্ম পূরণের সময় কোনও ভুল তথ্য দেওয়া হলে বা ফর্মটি ভুল বা অসম্পূর্ণভাবে পূরণ করা হলে মনোনয়ন বাতিল হতে পারে। মনোনয়ন প্রক্রিয়াসহ নির্বাচনী কার্যক্রমে জেলা নির্বাচন কর্মকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কেন সুরাটে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হল?
গুজরাটে লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। সুরাট লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনি এবং তাঁর ডামি প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। বিজেপির তরফে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানো হয় নীলেশ ও ডামি প্রার্থীর মনোনয়নে যে প্রস্তাবক সই করেছেন তা সঠিক নয়। এর পরে বিতর্ক আরও বেড়ে যায় এবং রিটার্নিং অফিসার কংগ্রেস প্রার্থীকে তাঁর পক্ষে যুক্তি দেখানোর সুযোগ দেন। ২১ এপ্রিল সকাল ১১টায় কংগ্রেস প্রার্থীর বক্তব্য শোনার পর, জেলা কালেক্টর/নির্বাচন আধিকারিক উভয় ফর্মই বাতিল করে দেন। এনিয়ে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। তিনি মনোনয়ন বাতিলের পিছনে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। কংগ্রেসের এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করার সম্ভাবনা রয়েছে।
বরেলিতে বিএসপি প্রার্থীর মনোনয়ন বাতিল
মায়াবতীর দল বিএসপি-র দুই প্রার্থীও মনোনয়ন বাতিল হয়েছে। উত্তর প্রদেশের বরেলি এবং আমলা লোকসভা আসনের জন্য বিএসপি প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। বহুজন সমাজ পার্টি বরেলি লোকসভা আসন থেকে ছোটলাল গাঙ্গওয়ারকে টিকিট দিয়েছিল। তাঁর মনোনয়ন বাতির হয়। জেলা নির্বাচন আধিকারিক রবীন্দ্র কুমার জানিয়েছেন ২৮ জন প্রার্থী বরেলি লোকসভা আসন থেকে ৪২টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইকালে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ। তিনি জানিয়েছেন, বরেলি থেকে বিএসপি প্রার্থী ছোটলাল গঙ্গওয়ার দুটি মনোনয়নপত্র জমা দিয়েছেন - একটি ১৬ তারিখে এবং অন্যটি ১৮ এপ্রিল। বিএসপি প্রার্থীর মনোনয়নপত্রে কয়েকটি কলাম ফাঁকা ছিল। এই কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবার তাই বরেলির নির্বাচনী মাঠের বাইরে বিএসপি।
আমলায় বিএসপি থেকে টিকিট দাবি করা ব্যক্তির মনোনয়ন বাতিল
অন্যদিকে, আমলা আসন থেকে প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের থাকা সত্যবীর সিং-এর মনোনয়নও বাতিল করা হয়েছে। সত্যবীর নিজেকে বিএসপি প্রার্থী বলে দাবি করছিলেন। তবে পার্টি সুপ্রিমো মায়াবতী আবিদ আলীকে প্রতিদ্বন্দ্বী ঘোষণা করেছেন। সত্যবীর একটি জাল চিঠি পাঠিয়ে নিজের দাবি প্রকাশ করছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, মায়াবতীর সিদ্ধান্ত মানতে পারেননি সত্যবীর সিং। ক্ষোভের বশেই ভুয়ো দাবিতে মনোনয়ন জমা দিয়েছিলে তিনি। বিএসপি প্রধানের সঙ্গে কথা বলার পর রিটার্নিং অফিসার সত্যবীর সিংয়ের মনোনয়ন প্রত্যাখ্যান করেন। আমলা ও বরেলি আসনে দ্বিতীয় দফায় ভোট রয়েছে।
খাজুরাহোতে এসপি প্রার্থীর মনোনয়ন বাতিল
এর আগে সমাজবাদী পার্টির একজন প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে। ঘটনাটি মধ্যপ্রদেশের খাজুরাহো লোকসভা আসনের। খাজুরাহো আসন থেকে মীরা যাদবকে টিকিট দিয়েছে সমাজবাদী পার্টি। তবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। দলের জাতীয় সভাপতি অখিলেশ যাদব এসপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর প্রশ্ন তুলেছিলেন। অখিলেশ যাদব বলেছেন, 'ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা গণতান্ত্রিক অপরাধ।' বিজেপি প্রার্থী ভিডি শর্মার বিরুদ্ধে মীরা যাদবকে প্রার্থী করেছিল সমাজবাদী পার্টি। খাজুরাহোতেও দ্বিতীয় দফায় ভোট রয়েছে।
শিবমোগায় AAP প্রার্থীর ফর্ম খারিজ
কর্নাটকের শিবমোগা লোকসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আপ প্রার্থী সুবহান খানের মনোনয়ন বাতিল করা হয়েছে। সুবহান খান দলের বি-ফরম জমা দেননি বলে জানা যায়।