'কান ধরে টেনে নামাতাম', এসএসসি-রায়ের পর রাজ্যকে আক্রমণ অভিজিতের
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
এসএসসি দুর্নীতি মামলার রায়ে ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করেছে হাইকোর্ট। আর তার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতি নিয়ে রাজ্য় সরকারকে তীব্র নিশান করেন প্রাক্তন বিচারপতি।সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বলেন, 'আজ হাইকোর্ট উপযুক্ত রায় দিয়েছে। আমি প্রণাম জানাব ভারতের বিচারব্যবস্থাকে। এই বিচারব্যবস্থা এতই পবিত্র... দু-একটি কুলাঙ্গার সবসময়ই থাকে, এই বিচারব্যবস্থা ভারতবর্ষের নাগরিক স্বার্থে কাজ করে। আমি অত্যন্ত গর্বিত, নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে করে করি, কিছুদিন এই বিচারব্যবস্থার অঙ্গ হিসেবে কাজ করেছিলাল বিচারপতি হিসেবে।'
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, 'যোগ্য প্রার্থীদের ঠকিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। এই উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু-মুসলমান সবাই আছে। হিন্দু-মুসলমান উভয় পক্ষেরই উচিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে বয়কট করা।' অভিজিৎ আরও বলেন, 'আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আমার ক্ষমতা থাকলে তাদের কান ধরে টেনে নামিয়ে দিতাম। সেই ক্ষমতা আমার নেই। মানুষের আছে, জনগণের আছে। ভোট এসে গিয়েছে, দেখতেই পাবেন ভোটে কী হয়!' অভিজিতের মতে, ভোটের সময় এই রায় প্রচণ্ড প্রভাব ফেলব।
সুপার নিউমেরার পোস্ট নিয়ে বলতে গিয়ে প্রাক্তন বিচারপতি বলেন, 'সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আমি শিক্ষা দফতরের প্রধান সচিবকে ডেকে পাঠিয়েছিলাম। আমি যখন রায় দিতে যাচ্ছি, তখন একজন জানালেন, সকালেই সুপ্রিম কোর্ট থেকে একটি স্থগিতাদেশ এনেছেন। না হলে সেদিনই তাদের বারোটা বেজে যেত। থরথর করে সেই প্রধান সচিব আমার সামনে কাঁপছিলেন।'
এদিকে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সোমবার রায় ঘোষণার পর এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জনিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর সাফ কথা 'অনেকে চাকরি করছিলেন, সমস্ত নিয়োগ বাতিল, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।'