SSC Recruitment Scam Verdict: এসএসসির বাতিলদের তালিকায় একমাত্র ছাড় শুধু সোমাকেই! জানেন কেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
Calcutta High Court Made An Exception In Case Of Soma Das:
এসএসসি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিলেরই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশে প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়ার মুখে। তবে এই ২২ হাজারের মধ্যে একজনের চাকরি বহাল থাকছে, তিনি সোমা দাস। মানবিক কারণেই সোমবার তাঁর চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।