SSC মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৬ সালের গ্রপ-সি, গ্রুপ-ডি, নবম-দ্বাদশে নিয়োগের গোটা প্রক্রিয়াটিই বাতিল বলে ঘোষণা করেছে উচ্চ আদালত। আদালতের এই রায় শোনার পর কী বলছেন বছরের পর বছর ধরে কলকাতার রাজপথ আঁকড়ে আন্দোলন চালিয়ে যাওায়া চাকরিপ্রার্থীরা? চাকরির দাবিতে আন্দোলনের অন্যতম মুখ শহীদুল্লাহ। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে কলকাতায় এসে দিনের পর দিন ধরে তিনি আন্দোলন করে চলেছেন। আজ এই রায় শুনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর এই যুবক।