AC-তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
What does ‘Ton’ mean in AC:
তীব্র গরমে শরীর সেদ্ধ হওয়ার জোগাড় জেলায়-জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তাপপ্রবাহে নাকাল আট থেকে আশি। এই পরিস্থিতিতে AC কেনার আগ্রহ তুমুলভাবে বেড়ে গিয়েছে। ইলেক্ট্রনিক্সের শোরুম-গুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকে আবার AC ভাড়া কীভাবে মিলতে পারে সেব্যাপারেও খোঁজ-খবর করা শুরু করেছেন।