Harshit Rana on Starc: শেষ ওভারে হারিয়েই দিয়েছিলেন কেকেআরকে, শেষমেশ স্টার্ককে নিয়ে মুখ খুললেন হর্ষিত রানা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
Michael Starc poor performance:
এবারের আইপিএল নিলামে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনে তারা যে ঠকে গিয়েছে, ইতিমধ্যেই তা উপলব্ধি করতে পেরেছে কেকেআর। প্রায় প্রতি ম্যাচেই স্টার্কের দেদার রান দেওয়া, আর উইকেট না পাওয়া, একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফর্মের সঙ্গে কোনওমতেই মেলে না। রবিবার, ২১ এপ্রিল, ফের আরেকটা বাজে পারফরম্যান্স উপহার দিলেন এই অস্ট্রেলীয়। যা কলকাতার ইডেন গার্ডেনে আরসিবিকে প্রায় জয়ের কাছাকাছি এনে ফেলেছিল। শেষ পর্যন্ত মাত্র ১ রানের ব্যবধানে জয়ী হয়েছে কেকেআর।