দূরদর্শনে খবর পড়েন তিনি। তাঁর পাশাপাশি অভিনয় জগতের বেশ চেনা মুখ। লোপামুদ্রা সিনহার খবর পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টি আলোচনার শীর্ষে। যে মারাত্মক গরম, মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। আর এবার, খবর পড়ার সময়ই তিনি নিজের চেয়ারে অজ্ঞান হয়ে গেলেন।