Dolly Chaiwala : দেদার সাহেবিয়ানা, বুর্জ খলিফায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মজে ডলি, বিল গেটসকে চা খাইয়ে হাতের মুঠোয় বিশ্ব
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২২ এপ্রিল ২০২৪
টপরি থেকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে পৌঁছেছেন ‘ডলি চাওয়ালা’, ভাইরাল এই ভিডিওটি দেখেছেন দেড় কোটিরও বেশি মানুষ।
নাগপুরের চা বিক্রেতা ‘ডলি চাইওয়ালা’-এর একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে তাকে দুবাইয়ের বুর্জ খলিফার উপরের তলায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার এই ভিডিওটি দেড় কোটি মানুষ দেখেছেন।