• China: চীনে ভয়াবহ বন্যার ঝুঁকিতে প্রায় ১৩কোটি মানুষ
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চীনে ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সেদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এই ভয়াবহ বন্যা প্রতি একশ বছরে মাত্র একবারই দেখা যায়, তেমনটাই বলছে সমীক্ষা। চীনের গুয়াংডু প্রদেশের প্রধান প্রধান নদী, জলপথ, জলাধার প্লাবিত। চীনের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলি বন্যা পরিস্থিতি প্রসঙ্গে জানিয়েছে, দেশটির পরিস্থিতি ভয়াবহ। শিজিয়াং এবং বেজিয়াংয়ের নদী অববাহিকায় জলের স্তর এমনভাবে বেড়েছে যা ৫০ বছরে একবার হওয়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় চীনের পানিসম্পদ মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে।শনিবার রাত ৮টা থেকে টানা ১২ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতে ৬৫টির মতো ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)