• Pakistan: লাগাতার তুমুল ঝড়বৃষ্টি, পাকিস্তানে মৃত বেড়ে ৮৭
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ ধরে টানা ঝড়বৃষ্টি। ভারী বৃষ্টি, বজ্রপাতের জেরে পাকিস্তানে মৃত বেড়ে ৮৭। আহত আরও ৮২ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে ধসে ভেঙে পড়েছে ২,৭১৫টি বাড়ি। বহু মানুষ এখনও গৃহহীন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ায়। সেখানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৩ জন। পূর্ব পাঞ্জাবে ২৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণপশ্চিম বালুচিস্তানে প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত হয়েছেন ১০ জন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে ১১ জনের। জলের তোড়ে ভেসে, ধসে চাপা পড়ে, বজ্রপাতেই প্রাণহানির ঘটনা ঘটেছে। পাকিস্তানের এই পরিস্থিতিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২২ এপ্রিল পর্যন্ত পাকিস্তান জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।
  • Link to this news (আজকাল)