• Virat Kohli: বিরাটের আউট নিয়ে চর্চা তুঙ্গে, দু'ভাগ ক্রিকেটমহল
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির আউটকে কেন্দ্র করে বিতর্ক চরমে। ম্যাচ শেষ হয়ে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও বিতর্ক থামছে না। বিরাট কি সত্যিই আউট ছিল? নাকি বলটা নো ছিল? এই দুটো প্রশ্ন নিয়ে ক্রিকেটমহল বিভক্ত। নিয়ম কী বলছে? বিরাটের নেওয়া শট কোমরের ওপরই ছিল। সেক্ষেত্রে নো বল হওয়া উচিত। কিন্তু দেখা যায় ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন কোহলি। রিভিউতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, যদি বিরাট ক্রিজের ভেতরে থাকতেন, তাহলে কোমরের তলায় বল থাকত। কারণ বলটা ডিপ করছিল। নো বলের নিয়ম নিয়ে বিতর্কের শেষ নেই। এখন বল ট্র্যাকিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করে। আর সেই নিয়ম নিয়েই ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে নো বল এবং ওয়াইডের ক্ষেত্রে ব্যাটারদের স্টান্স দেখা হয়। সেদিক থেকে দেখতে গেলে বিতর্কিত নয়, স্পষ্ট আউট ছিলেন কোহলি। তবে এই নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন ক্রিকেটাররা। বল ট্র্যাকিং টেকনোলজির দিকে আঙুল তুললেন এবি ডিভিলিয়ার্স। বিরাটের সঙ্গে আরসিবিতে দীর্ঘদিন খেলেছেন তিনি। দাবি করলেন, বল ট্র্যাকিং টেকনোলজি ত্রুটিমুক্ত নয়। অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি তৈরি হচ্ছে। ডিভিলিয়ার্স বলেন, "এটা আম্পায়ারদের বিষয় নয়। খারাপ আম্পায়ারিং নিয়েও নয়। টেকনোলজি নিয়ে। বুদ্ধি ব্যবহার করে সমস্যা মেটানো যেতে পারে। ফুটবলে যেমন অফসাইডের নিয়ম, ওয়াইডের ক্ষেত্রেও তেমনই একটা লাইন ব্যবহার করা উচিত। ব্যাটারের পজিশনে দেখা হলেও, একটা নির্দিষ্ট লাইন তৈরি করে বিষয়টি মেটানো হোক। সবকিছু তৃতীয় আম্পায়ারের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।" দ্রুত প্রযুক্তিগত সমস্যা মেটানোর দাবি তোলেন এবি। এদিকে অনেক প্রাক্তন ক্রিকেটারই আবার আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক মনে করছেন। 
  • Link to this news (আজকাল)