• Gukesh Chess: সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস জেতার রেকর্ড গুকেশের...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় ডোম্মারাজু গুকেশ। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে টরন্টোয় ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানানোর যোগ্যতা অর্জন করেন ১৭ বছরের উঠতি তারকা। গ্যারি কাসপারভের চার দশক পুরোনো রেকর্ড ভাঙলেন গুকেশ। মোট ১৪ রাউন্ডের পর এদিন চ্যাম্পিয়ন হন। বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা জিতলেন তিনি। ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন আনন্দ। তারপর আর কোনও ভারতীয় জিততে করেনি। এদিন কালো ঘুঁটি নিয়ে আমেরিকার গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরার সঙ্গে ড্র করেন গুকেশ। চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ রাউন্ডে ড্র প্রয়োজন ছিল। সেটা অনায়াসেই অর্জন করেন তিনি। বছরের শেষের দিকে চীনের বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনের মুখোমুখি হবেন গুকেশ। রেকর্ড গড়ার পর এক্সে ভারতীয় দাবাড়ুকে শুভেচ্ছা জানান বিশ্বনাথন আনন্দ। তিনি লেখেন, "সর্বকনিষ্ঠ হিসেবে এই রেকর্ড গড়ার জন্য ডি গুকেশকে আন্তরিক অভিনন্দন। তোমার সাফল্যে গোটা দেশ গর্বিত। আমি ব্যক্তিগতভাবেও ভীষণ খুশি এবং গর্বিত। কঠিন পরিস্থিতির মধ্যে খেলে এমন রেজাল্ট সত্যিই প্রশংসনীয়। এই মুহূর্তটা উপভোগ করো।" 
  • Link to this news (আজকাল)