• লিটার প্রতি ৬৫০০ টাকায় গাধার দুধ বিক্রি করে ভাগ্য ফেরালেন গুজরাটের যুবক...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাধার দুধ বেচে কোটিপতি হলেন গুজরাটের যুবক। জানা গিয়েছে, খামার থেকে প্রতিমাসে ওই যুবকের আয সাড়ে তিন লক্ষ টাকা। গরুর দুধের থেকে ৭০ গুণ বেশি দামে গাধার দুধ বিক্রি করছেন তিনি। ওই যুবকের নাম ধীরেন সোলাঙ্কি। গুজরাটের পাটান জেলার একটি গ্রামের বাসিন্দা তিনি। সেখানেই ৪২টি গাধা নিয়ে একটি খামার গড়ে তুলেছেন তিনি। দক্ষিণের রাজ্যগুলিতে গাধার দুধ সরবরাহ করে মাসে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আয় ধীরেনের। তিনি জানান, ‘সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলাম। তা না হওয়ায় বেসরকারি সংস্থায় চাকরি শুরু করি। তবে যা বেতন পেতাম সংসার চালাতেই হিমশিম খেতে হত’। ৮ মাস আগে ২২ লক্ষ টাকা বিনিয়োগ করে ২০টি গাধা দিয়ে নতুন যাত্রা শুরু করেন ধীরেন। তিনি জানিয়েছেন, সাধারণত এই দুধ সরবরাহ হয় কর্ণাটকম এবং কেরালায়। ক্রেতাদের মধ্যে কিছু কসমেটিক্স কোম্পানিও রয়েছে যারা তাদের পণ্যে গাধার দুধ ব্যবহার করে। গরুর দুধের দাম লিটার প্রতি ৯০ টাকা। সেখানে গাধার দুধ ধীরেন বিক্রি করেন লিটার প্রতি ৬৫০০ থেকে ৮৫০০ টাকায়। দুধ শুকিয়ে গুঁড়ো করেও বিক্রি করেন ধীরেন। যার দাম প্রতি কেজি দেড় লক্ষ টাকা।
  • Link to this news (আজকাল)