• SSC: 'অর্ডার বেআইনি, উচ্চ আদালতে যাচ্ছি', পাশে থাকার বার্তা মমতার ...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখেই রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। সোমবার ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে আদালত। এক ধাক্কায় বাতিল প্রায় ২৬ হাজার চাকরি। শুধু চাকরি বাতিল নয়, সাফ জানিয়ে দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরের কোনও চাকরির বৈধতা নেই। এদিন আদালত জানায়, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন, ৪ সপ্তাহের মধ্যে তাঁদের বেতন ফেরত দিতে হবে। এই বেতন ফেরত প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। এতদিনের প্রাপ্ত বেতন ১২ শতাংশ সুদে ফেরত দিতে হবে তাঁদের। এই রায়ের পরেই মতামত প্রকাশ করছে রাজনৈতিক দলগুলি। স্বাভাবিক ভাবেই নজর ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেন সেদিকে। সোমবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী সভা করেন মমতা। সভা থেকেই তিনি সাফ জানিয়ে দিলেন, পাশে আছেন তিনি চাকরিহারাদের। প্রায় ২৬ হাজার চাকরি বাতিলই কি আদতে "বোমা ফাটানো"! সেকথার রেশ টেনেই মমতা বোঝালেন তাঁর অবস্থানের কথা। বললেন, "আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব। লড়াই করব। যাঁদের চাকরি বাতিল করা হল, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব।" নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল। তাঁর অর্ডার ছিল এটা। "বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে" মনে করিয়ে বললেন, বিচারপতিদের নিয়ে কথা বলতে না পারলেও বিচারের রায় নিয়ে তিনি মতামত প্রকাশ করতেই পারেন। তারপরেই সুর চড়িয়ে বলেন, "এই অর্ডার বেআইনি।" জানিয়ে দেন, "সমগ্র রায়কে চ্যালেঞ্জ করছি।" কারণ? মমতা বলেন, "কারণ, ২৬ হাজার ছেলে-মেয়ে মানে দেড় লক্ষ-দু" লক্ষ পরিবার।" সময়সীমার মধ্যে সুদ সমেত টাকা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন, "এটা কি সম্ভব?" ঘুরিয়ে প্রশ্ন করেন, "আপনারা যাঁরা এই রায় দিচ্ছেন, আপনাদের চাকরিজীবনের টাকা ফেরত দিতে যদি বলা হয়, পারবেন?" এদিন মঞ্চ থেকেই এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান মমতা, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, "এই অর্ডার বেআইনি। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি।"। দেশে দ্রুতহারে বেকারত্ব বাড়ার সময়ে তাঁর সরকার চাকরি দিলেও আইনের খোঁচায় তা কেড়ে নেওয়া হচ্ছে বলেও এদিন সুর চড়ান। আশ্বস্ত করে বলেন, বিপদে তিনি পাশে আছেন সবসময়। রাজ্য সরেকারের আরও ১০ লক্ষ চাকরি তৈরি রয়েছে বলেও জানিয়ে দেন। বিচারব্যবস্থায় কেন্দ্র সরকার বিজেপির লোক দেখে দেখে বসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এটা বিচারপতিদের দোষ নয়, দোষ কেন্দ্র সরকারের। বিজেপির দলীয় কার্যালয় থেকে যা বলে দেওয়া হয়, তাই করা হয়। মানুষের কথা বলতে গিয়ে তাঁকে যদি শাস্তি পেতে হয়, তিনি মেনে নেবেন। সুর চড়িয়ে বলেন, "জেলে পাঠালেও" তিনি তৈরি।
  • Link to this news (আজকাল)