• Kolkata Police: পুলিশ কর্মীদের হাতে ওআরএস, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিলেন নগরপাল বিনীত গোয়েল...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ১২ মাস কোনও নালিশ ছাড়াই শহরবাসীর দেখভাল করেন কলকাতা পুলিশের কর্মীরা। কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল ১১ টা থেকে বিকেল ৪ পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের। সোমবার পার্ক সার্কাস, শ্যামবাজার, বউবাজার-সহ শহরের গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি জায়গায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে ওআরএস, জলের বোতল, ছাতা, সানগ্লাস তুলে দিলেন নগরপাল বিনীত গোয়েল। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কোনও পূর্বাভাস কলকাতার জন্য আপাতত নেই। বুধবার থেকে ফের তাপপ্রবাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও দাবদাহ। সোমবার এবং মঙ্গলবার আংশিক মেঘলা আকাশে দাবদাহ কিছুটা কমলেও সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি। সোম ও মঙ্গল উপকূল ও ওডিশা সংলগ্ন দুই তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের ।
  • Link to this news (আজকাল)