• ‘রায়ে খুশি নই’, হাইকোর্টের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া এসএসসি চেয়ারম্যানের...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালেই প্রায় ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। নতুন করে প্যানেল বের করার কথা জানানো হয়েছে হাইকোর্টের তরফে। আদালতের এই সিদ্ধান্তের পরই সাংবাদিক সম্মেলন করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার। তিনি বলেন, ‘রায়ে খুশি নই। তবে পুরো না পড়লে বুঝতে পারব না। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুবই কঠোর রায়’। তবে এখানেই শেষ নয়। হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি। বলেন, ‘অনেকে চাকরি করছিলেন। সব নিয়োগ বাতিল। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি’। রায় যে তিনি মেনে নিতে পারেননি তাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন এসএসসি চেয়ারম্যান। জানান, ‘এখনও নিয়োগ প্রক্রিয়ায় অনুসন্ধান করছে সিবিআই। কমবেশী মিলিয়ে তারা ৫০০০ জনের চাকরির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল। এখন সবারই চাকরি বাতিল হয়ে গেল। সিবিআই পরেও যা তথ্য চেয়েছিল তাও আমরা দিয়েছিলাম। কী কারণে কার চাকরি গেল তা আগে সবিস্তারে জানা প্রয়োজন’।
  • Link to this news (আজকাল)