• পিসি চন্দ্র পুরস্কারে ভূষিত হলেন ইসরোর চেয়ারম্যান সোমানাথ এস...
    আজকাল | ২২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পিসি চন্দ্র গ্রুপের বার্ষিক জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছর ৩১তম বর্ষে পা দিল এই অনুষ্ঠান। এবারে পিসি চন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়েছে ভারতের মহাকাশ বিজ্ঞানী ডঃ সোমানাথ এসকে। উপস্থিত ছিলেন পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী এ.কে চন্দ্র, পিসি চন্দ্র জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর উদয় কুমার চন্দ্র, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ চন্দ্র এবং পিসি চন্দ্র জুয়েলার্সের ডিরেক্টর উদীপ্ত চন্দ্র, এবং অন্যান্য বিশিষ্টজনেরা। ডঃ সোমানাথ এস ইসরোর মহাকাশ বিভাগের চেয়ারম্যান। চন্দ্রযান তিনের সাফল্যের পিছনে বড়সড় অবদান রয়েছে তাঁর। ২০১৮ সালের গোড়া থেকেই তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালক, এবং ইসরোর প্রধান হিসাবে দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করেছে পিসি চন্দ্র গ্রুপ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়ে আসছে 1993 সাল থেকে। সুনীল গাভাসকার, পিটি উষা, সৌরভ গাঙ্গুলির মত ব্যক্তিত্বরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন। সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ চন্দ্র বলেন, আমাদের প্রতিষ্ঠাতা প্রয়াত পূর্ণচন্দ্র চন্দ্রের স্মরণে এই বার্ষিক পুরষ্কার অনুষ্ঠান পালন করে থাকি। অত্যন্ত সম্মানিত বোধ করছি ভারতের একজন সেরা বিজ্ঞানীকে অভিনন্দন জানাতে পেরে। ডঃ সোমানাথ এস ভারতের মহাকাশ অভিযানকে গৌরবের শিখরে নিয়ে গেছেন। আমরা নিশ্চিত যে ইসরো তাঁর তত্ত্বাবধানে সাফল্যের শিখরে পৌঁছে যাবে’।
  • Link to this news (আজকাল)