• 'বেআইনি অর্ডার, বিজেপি-র বিচারালয়,' SSC-রায়ে হাইকোর্টকে 'চ্যালেঞ্জ' মমতার
    Aajtak | ২২ এপ্রিল ২০২৪
  • Mamata on SSC: 'এই অর্ডারটা বেআইনি অর্ডার... আমি বিচারপতিকে বলছি না, অর্ডারটা বেআইনি বলছি,' সোমবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব। কারণ ২৬ হাজার চাকরি। মানে দেড়-দুই লক্ষ মানুষের পরিবার। তাদের বলছে সুদসহ টাকা ফেরত দিতে। আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এত দিনের সমস্ত বেতনের টাকা ফেরত দিতে?' তিনি বলেন, 'আপনারা তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চড়েন। আপনারা পারবেন টাকা ফেরত দিতে?'
    এরপর সরাসরি তিনি বলেন, 'এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদুয়ারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে।'এক নজরে আজ মুখ্যমন্ত্রীর বক্তব্য:
  • Link to this news (Aajtak)