• অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেকি, গ্রেপ্তার মুম্বই হামলার চক্রী
    বর্তমান | ২২ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বই হামলার চক্রীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! হামলার ছক কষার অভিযোগ! আজ, সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন কলকাতা পুলিসের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। তিনি এদিন জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেকি করা হয়েছে। আর এই ঘটনায় অভিযুক্ত মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী রাজারাম রেগে। ইতিমধ্যেই মুম্বই থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা এসটিএফ। জানা গিয়েছে, অভিষেক ও তাঁর পিএ-র মোবাইল নম্বর কোনওভাবে জোগাড় করেছিল ধৃত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর নজরদারিও চালাচ্ছিল সে। গত ১৮ এপ্রিল কলকাতায় আসে ওই ব্যক্তি। দু’দিন ছিল কলকাতায়। শহরে শেক্সপিয়র সরণির একটি হোটেলে ছিল রাজারাম। সেই সময়েই অভিষেকের বাড়ি ও অফিসে রেকি করা হয় বলে অভিযোগ। তোলা হয় ছবি-ভিডিও। এরপরই গোপণ সূত্র মারফত ঘটনার খবর পায় পুলিস। শুরু হয় তদন্ত। মুম্বই থেকে কলকাতা পুলিসের এসটিএফ গ্রেপ্তার করে রাজারাম রেগেকে। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে এই ঘটনার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

     
  • Link to this news (বর্তমান)