ধর্ষণে প্রেগন্যান্ট নাবালিকা! ৩০ সপ্তাহে গর্ভপাতের 'সুপ্রিম' নির্দেশ...
২৪ ঘন্টা | ২২ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপ্রিম কোর্ট আজ, সোমবার একটি ১৪ বছর বয়সী ধর্ষণের শিকার নাবালিকাকে তার ৩০-সপ্তাহের গর্ভাবস্থা শেষ করার অনুমতি দিয়েছে, বোম্বে হাইকোর্টের একটি আদেশ বাতিল করে। আদালত এটিকে একটি "ব্যতিক্রমিক মামলা" বলে অভিহিত করে এবং হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে গর্ভপাতের অনুমতি দেয়। তারা এই রায় দেয় যে মেয়েটির জন্য প্রতি ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূদের নেতৃত্বে একটি বেঞ্চ মুম্বাইয়ের সিয়ন হাসপাতালকে গর্ভাবস্থার চিকিৎসা বন্ধ করার জন্য একটি দল গঠন করার নির্দেশ দিয়েছে।
৪ এপ্রিল বোম্বে হাইকোর্ট তার গর্ভপাতের অনুমতি দিতে অস্বীকার করার পরে কিশোরীর মা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন।১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট ধর্ষিতার ব্যক্তির ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেয়।
মুম্বাইয়ের সিয়ন হাসপাতালের কাছ থেকে মেয়েটির সম্ভাব্য শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন চাওয়া হয়েছিল যদি সে গর্ভাবস্থার চিকিৎসা বন্ধ করে দেয় বা যদি তাঁকে এর বিরুদ্ধে পরামর্শ দেওয়া হয়।
বেঞ্চ হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল এবং তাঁর রিপোর্ট শুনানির পরবর্তী তারিখে ২২ এপ্রিল আদালতে পেশ করতে হবে।