কলকাতা হাইকোর্টের নির্দেশে কি বেতন ফেরাতে হবে ২৫ হাজার ৭৫৩ জনকেই?
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
SSC নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হয়েছে সোমবার। এই রায় মোতাবেক, চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। উল্লেখযোগ্যভাবে, এদিন বেতন ফেরত দেওয়া প্রসঙ্গও উল্লেখ ছিল রায়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এই ২৬ হাজার জনকেই ফেরত দিতে হবে বেতন?এই বিষয়টি রায়ে স্পষ্ট করেছে কলকাতা হাইকোর্ট। সকলকে নয়, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যাঁরা চাকরি পেয়েছেন, বেতন ফেরত দিতে হবে তাঁদের। পাশাপাশি যাঁরা 'ব্ল্যাঙ্ক OMR শিট' বা শূন্য OMR শিট জমা দিয়েছেন এবং নিয়োগপত্র পেয়েছেন তাঁদেরও বেতন ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি এই দুটি ক্ষেত্রে চাকরি প্রাপকদের বছরে ১২ শতাংশ হারে সুদ দেওয়ার কথাও বলেছে আদালত। এই বিষয়ে জেলা শাসকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ রয়েছে রায়ে। সেখানে বলা হয়েছে, ছয় সপ্তাহের মধ্যে টাকা যাতে পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে।
চারটি মামলার ক্ষেত্রেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে CBI। প্যানেলের মেয়ার উত্তীর্ণ হওয়ার পর যাঁরা নিয়োগপত্র পেয়েছেন তাঁদের সকলকে CBI জিজ্ঞাসাবাদ করতে পারে। উল্লেখ্য, ২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি ও ডি মামলায় শূন্যপদের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৪০। কিন্তু, নিয়োগ করা হয়েছিল ২৫ হাজার ৭৫৩ জনকে। এর জন্য আলাদা করে ১১১৩টি শূন্যপদ তৈরি করা হয়।
এদিকে, এই বিপুল সংখ্যক চাকরি বাতিল নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। বিজেপি নেতা রাহুল সিনহা এদিন কৃষ্ণনগর থেকে রাজ্যকে তোপ দাগেন। প্রাক্তন বিচারপতি তথা অধুনা BJP নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে। এদিন সুজন চক্রবর্তীও রাজ্যকে তোপ দাগেন। 'লোভ এবং লুঠের করুণ পরিণতি' বলে জানান তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়েছেন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ।
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন SSC-র চেয়ারম্যান। মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, কেউ থাকুক বা না থাকুক তিনি এই ২৫ হাজার মানুষের পাশে রয়েছেন। কারণ তাঁদের পরিবারও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে ‘বেআইনি’ আখ্যা দিয়ে সরব হয়েছেন।