• অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে দক্ষিণ কোরিয়ারও, জানেন কী ভাবে?
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফা ভোট মিটলেও এখনও বাকি ছয় দফা। এই মাঝেই আবহাোয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী দিনগুলিতে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিকের থেকে বেশি হবে তাপমাত্রা। কিছু জায়গায় আবার রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা সম্ভব? তীব্র দাবদাহ থেকে ভোটারদের বাঁচিয়ে কীভাবেই বা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে গোটা নির্বাচন প্রক্রিয়া? এতগুলো প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন।মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের সঙ্গে অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু এই বৈঠকটি পরিচালনা করেন। এখনও সাত দফা নির্বাচনের মধ্যে বাকি রয়েছে ছয় দফা নির্বাচন। এই সময়ে তাপপ্রবাহের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তা থেকে কীভাবে রক্ষা করা যাবে ভোটারদের? কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে সুষ্ঠুভাবে পুরো নির্বাচনটি সম্পন্ন করা যাবে? এর উত্তর খুঁজতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

    বৈঠকে নির্বাচন কমিশনের কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন ভারতীয় আবহাওয়া দফতর, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রক এবং পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকরা।

    এই বিষয়ে ভারতয় আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘আবহাওয়া দফতরের তরফে নির্বাচন কমিশনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। ঋতু অনুযায়ী পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আমরা মাসিক, সাপ্তাহিক এবং প্রতিদিনের পূর্বাভাসও দিচ্ছি এবং তাদের তাপপ্রবাহ এবং আর্দ্রতা সম্পর্কেও পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিভিন্ন দফায় যেখানে যেখানে ভোটগ্রহণ হবে সেই এলাকাগুলি সম্পর্কেও কমিশনকে তথ্য ও পূর্বাভাস পৌঁছে দিচ্ছি আমরা।’

    সোমবার বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে কী কী আলোচনা হয়েছে সেই সম্পর্কে জানান।

    প্রসঙ্গত উল্লেখ্য, গত ১১ এপ্রিল তাপপ্রবাহের এই মরশুমে কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করাযাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল।

    বৈঠকে লোকসভা নির্বাচনের সময় তাপপ্রবাহের কারণে ঝুঁকি কমানোর ব্যবস্থা নিয়ে আলোচন হয়েছে।

    আবহাওয়া অফিস আইএমডি ২০২৪ সালের গরম আবহাওয়ার জন্য একটি আপডেট হোয়া মৌসুমী আউটলুক জারি করেছে, যেখানে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক সর্বোচ্চ তাপমা্রার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্য ভারত এবং পশ্চিম উপদ্বীপে উচ্চ সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (এই সময়)