• ফ্ল্যাট কিনেও ভিটেহারা! তাই স্লোগান ‘নো রেজিস্ট্রি, নো ভোট’
    এই সময় | ২২ এপ্রিল ২০২৪
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়ডা (উত্তরপ্রদেশ)

    এবারের লোকসভা নির্বাচনে ৯৭ কোটির বেশি ভোটারের ভোটদান করার কথা৷ জাতীয় নির্বাচন কমিশন ধারাবাহিক চেষ্টা চালাচ্ছে যত বেশি সম্ভব নাগরিকের ভোটদান সুনিশ্চিত করার লক্ষ্যে৷ এর উল্টো পথে হেঁটে রাজধানী দিল্লির লাগোয়া নয়ডা ও তার আশপাশের এলাকায় বসবাসকারী বড় সংখ্যক মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছেন৷কেন তাঁরা এবারের ভোট বয়কট করতে চান?

    এলাকায় ঘুরে জানা গেল, নয়ডা ও তার আশপাশের এলাকায় তৈরি হওয়া সওয়া লাখ ফ্ল্যাটের রেজিস্ট্রি আটকে আছে বছরের পর বছর৷ এই ফ্ল্যাটগুলি কেনার পরে ফেঁসে গিয়েছেন অগণিত চাকরিজীবী, ব্যবসায়ী, চিকিত্‍সক-সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা৷ ফ্ল্যাটে থাকতে পারছেন না তাঁরা৷ কারণ, সরকারের তরফে ‘কমপ্লিশন’ এবং ‘ফিট ফর অকুপ্যান্সি’ সার্টিফিকেট এখনও জোটেনি তাঁদের৷

    এদিকে প্রত্যেককেই ফ্ল্যাট কেনার জন্য ব্যাঙ্কের ঋণের বোঝা বইতে হচ্ছে৷ অনেকে আবার মোটা টাকা দিয়ে স্ট্যাম্প রেজিস্ট্রি পেপারও কিনে ফেলেছেন৷ তারপরেও হচ্ছে না রেজিস্ট্রি, ফলে নিজেদের টাকায় কেনা ফ্ল্যাটে থাকতেও পারছেন না তাঁরা৷ এই পরিস্থিতিতে অনেককে নিজেদের ফ্ল্যাট ছেড়ে থাকতে হচ্ছে ভাড়ার ফ্ল্যাটে৷ ঋণের কিস্তির সঙ্গে গুণতে হচ্ছে ভাড়ার টাকাও৷

    এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ সরকার ও নয়ডা প্রশাসনের শীর্ষ স্তরে লাগাতার দরবার করেও কোনও ফল না হওয়ায় লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছে ‘নয়ডা এক্সটেনশন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন’, এমনই দাবি করা হচ্ছে সংগঠন সূত্রে৷ সংগঠনের অন্যতম শীর্ষ পদাধিকারী অভিষেক কুমার বলেন, ‘গত চার বছরে আমাদের বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এখানকার প্রশাসনের বড় কর্তারা।

    এমনকী রাজনৈতিক দলের নেতারাও৷ ফ্ল্যাট নির্মাতারা কৃষকদের জমির ক্ষতিপূরণ বা সরকারের বকেয়া কর না-দিয়ে থাকলে তার জন্য আমাদের ন্যায্য মূল্য দিয়ে কেনা ফ্ল্যাটের রেজিস্ট্রি হবে না কেন? কোনও বিকল্প রাস্তা খুঁজে না পেয়ে আমাদের সংগঠনের সদস্যরা এবার লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন৷ আমাদের স্লোগান একটাই—নো রেজিস্ট্রি, নো ভোট।’

    লোকসভা ভোট বয়কটের ডাকে কোনও কাজ না হলে তাঁরা আমরণ অনশনের রাস্তাতেও হাঁটতে পারেন, হুঁশিয়ারি দিয়েছেন নয়ডা এক্সটেনশনের বাসিন্দা, বাঙালি চাকরিজীবী শিবপ্রসাদ সেনগুপ্ত৷ চাকরি সূত্রে দিল্লিতে তাঁর বাস ১২ বছরেরও বেশি৷ নয়ডা এক্সটেনশনে ফ্ল্যাট কিনেছেন চার বছর আগে৷ এখনও রেজিস্ট্রি হয়নি৷

    এই আবহে ‘নো রেজিস্ট্রি, নো ভোট’ প্রচারকে সমর্থন জানিয়ে শিবপ্রসাদবাবুর হুঁশিয়ারি, ‘এই প্রচার ও কর্মসূচিতে কাজ না হলে আমরা শান্তিপূর্ণ ভাবে আমরণ অনশন কর্মসূচি শুরু করতে পারি৷ এটুকু বলতে পারি, নিজেদের জীবনের সর্বস্ব ব্যয় করে ফ্ল্যাট কেনার পরে সেই ফ্ল্যাট রসাতলে যেতে আমরা দেবো না৷

    দেখা যাক, কোথাকার জল কোথায় গড়ায়৷’ গৌতম বুদ্ধ নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলো নয়ডা এবং নয়ডা এক্সটেনশন এলাকা, যেখানে লোকসভার ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল৷
  • Link to this news (এই সময়)