BJP Lok Sabha Seat : ভোট শুরু হতে না হতেই জয়ী BJP! সাংসদ নির্বাচিত পদ্ম প্রার্থী
এই সময় | ২২ এপ্রিল ২০২৪
লোকসভা ভোট শেষ হওয়ার আগেই জয় BJP-র। নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণ হছিল সুরাটে। তার আগেই সেই কেন্দ্র থেকে জয়ী হলেন BJP প্রার্থী। কী ভাবে ঘটল এমনটা?বিনা প্রতিদ্বন্দ্বীতায় সুরাট লোকসভা আসন থেকে জয়ী হলেন BJP প্রার্থী মুকেশ দালাল। ফলে এই সুরাট আসনটিতে ভোটগ্রহণের আগেই লোকসভায় খাতা খুলে ফেলল নরেন্দ্র মোদীর দল।
দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন পত্র তুলে নেওয়ার অন্তিম দিনে সুরাট কেন্দ্রটি থেকে আট জন প্রার্থী পিছিয়ে আসেন। সকলেই নিজেদের মনোনয়ন তুলে নেন। ফলে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই কেন্দ্রে অনায়াস জয় পান BJP প্রার্থী মুকেশ দালাল।
সুরাটে একদিন আগেই কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিল করা হয়। এর পরই এই কেন্দ্রের সমীকরণ বদলে যায়। BSP প্রার্থী প্যায়ারেলাল ভারতীও শেষ পর্যন্ত নিজের মনোনয়ন তুলে নেন।
ফলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রথম জয়ী সাংসদ হলেন মুকেশ দালাল। BJP-র এই প্রার্থী প্রদেশ অধ্যক্ষ সি আর পাটিলের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। সুরাটের নির্বাচনী ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোনও প্রার্থীর নির্বাচিত হওয়ার ঘটনা এই প্রথম। এবার গুজরাটের ২৫টি আসনে আগামী ৭ মে ভোটগ্রহণ হবে।
এই নিয়ে উচ্ছ্বসিত গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং প্যাটেল। তিনি এক্স হ্যান্ডেলে এই জয় নিয়ে পোস্ট করেছেন। তাঁর কথায়, 'হৃদয় থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের সুরাট লোকসভা কেন্দ্রের জয়ী BJP প্রার্থী মুকেশভাই দালালকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ নির্বাচিত হলেন।' ভূপেন্দ্র সিং প্যাটেলের সংযোজন, 'গোটা দেশে ভারতীয় জনতা পার্টি যে ঐতিহাসিক জয় পেতে চলেছে তার শুরুটা হল এই গুজরাট থেকেই। গুজরাটের ২৬টি আসনে পদ্ম ফুল ফুটবে। বড় জয় পাবে BJP। আবকি বার ৪০০ পার। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে পৌঁছবই।' মুখ্যমন্ত্রীর পাশাপাশি গুজরাটের BJP সভাপতি সি আর পাটিল বলেন, 'এই জয় নরেন্দ্র মোদীকে সমর্পণ করলাম আমরা। নরেন্দ্র মোদীকে প্রথম পদ্ম ফুলটি তুলে দিলাম। মুকেশভাই দালালকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর এই জয় ইতিহাস রচনা করল।'
প্রথম থেকেই লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার ক্ষেত্রে আশাবাদী BJP শিবির। NDA ৪০০ পার করার টার্গেট বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী।