হিরণকে কেরিয়ার খোঁচা, দেবের পালটা সরব ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী। এই বছর ঘাটাল লোকসভা কেন্দ্রে মুখোমুখি দেব এবং হিরণ। একাধিকবার প্রচারে বেরিয়ে দেবকে তোপ দাগতে শোনা গিয়েছে BJP প্রার্থী হিরণকে। অন্যদিকে, তৃণমূলের দেব অবশ্য সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই সৌজন্য দেখিয়ে এসেছেন। টলিউডে একসময় কাজ করেছেন হিরণ। এখন আর সেভাবে কোনও বিগ বাজেট ছবিতে দেখা যায় না তাঁকে। অন্যদিকে, রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি অভিনেতা হিসেবে তিনি আরও অনেকটাই এগিয়ে গিয়েছেন। পাশাপাশি প্রযোজক হিসেবেও দিন দিন জমি পোক্ত করছেন।হিরণের আক্রমণের পালটা এবার সুর চড়াতে শোনা গিয়েছিল দেবকে। হাওড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিনেতা। সেখানে আন্দুল রাজবাড়ির মাঠে জনসভা করেন। হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন তিনি।
প্রচারের পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই হিরণের তাঁকে আক্রমণ করা নিয়ে প্রশ্ন করা হলে দেব 'হেডলাইন রাজনীতি' প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, 'হিরণ নিজেই চাপে আছে। সেই কারণেই উলটো পালটা বলছে। আমি না দাঁড়ালে হয়তো হিরণ চাপমুক্ত হত। এতদিনে ঘাটালের মানুষ ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে। বাকিটা সময়ের অপেক্ষা।'
কেন্দ্রীয় বিদ্যালয় প্রসঙ্গে হিরণের আক্রমণের পালটা দেব বলেন, 'কেশপুরে ও নিজেই বলেছে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য আমি আবেদন করেছি। এগুলো না বললে হিরণকে মিডিয়া পাত্তা দেবে না। যতক্ষণ না দেবকে দু-চারটে উলটো পালটা বলবে ওকে হেডলাইনে দেওয়া হবে না। ও হেডলাইনে না এলে মানুষ চিনবে না। মানুষ না চিনলে দল টিকিট দেবে না। দল টিকিট না দিলে কেরিয়ার শেষ।'
দেবের সংযোজন, ‘এমনিই ওর সিনেমার কেরিয়ার শেষ হয়ে আছে। পুরোটাই টিকে রয়েছে হেডলাইন রাজনীতি করার জন্য। সেটাই ও করছে। আর সেখানে ওকে সফল বলব। ও উলটো পালটা না বললে সেটা হেডলাইনে চালানো হবে না। আমি আজ পর্যন্ত হিরণকে জবাব দিতে চাই না। ওকে শুভেচ্ছা, ও ওর রাজনীতি করছে। আমি দশ বছর ধরে একটাই রাজনীতি করছি, তা সৌজন্যের রাজনীতি।'
এবার দেবের পালটা সরব হলেন হিরণও। তিনি বলেন, 'তিনি যদি আমার কেরিয়ার মেকার হন তাহলে গিয়ে বসে থাকব যে দাদা কেরিয়ারটা বানিয়ে দিন। আর বাংলার যে সমস্ত যুবকরা বেকার রয়েছেন তাঁদেরও নিয়ে যাব। ওদের প্রাক্তন শিক্ষামন্ত্রী তো চাকরি চুরি করে জেলে। ফলে শিক্ষিত বেকাররা দুই বছর ধরে রাস্তায় বসে। সকলকে নিয়ে ওঁর বাড়িতে যাব। ওঁর পেন্ট হাউসে গিয়ে আমরা সকলে বসব। বলব সকলের কেরিয়ার তৈরি করে দিতে।'
উল্লেখ্য, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দুই বার তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হয়েছেন অভিনেতা দেব। এইবার তিনি নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। যদিও পরবর্তীতে তাঁকেই প্রার্থী করেছে দল। আপাতত নির্বাচনী প্রচারে ব্যস্ত তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দেবে রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন ঘোষণার আগেই জানিয়েছিলেন সেকথা। দেবই যে তাঁকে এই বিষয়ে দরবার করেছিলেন, এমনটাই জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।