• Narendra Modi Speech Contro: রাজস্থানের ভোট প্রচারে মোদীর বক্তব্য নিয়ে 'চুপ' কমিশন, প্রশ্নের উত্তর এড়ালেন কমিশনের কর্তা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • রাজস্থানের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা নিয়ে মুখ খুললো না নির্বাচন কমিশন। এই নিয়ে করা প্রশ্নের উত্তরে ‘আমরা মন্তব্য প্রত্যাখ্যান করি’ বলেই দায় এড়ালেন নির্বাচনী প্যানেলের মুখপাত্র।রবিবার রাজস্থানের বাঁশোয়ারায় নির্বাচনী সভায় বক্তৃতা রাখার সময় কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহবে মুসলমানদের কাছে মানুষের সম্পদ পুনঃবণ্টন করবে এবং সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন দেশের সম্পদের উপর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম দাবি ছিল।

    রবিবারের জনসভায় মোদীর বক্তৃতা শোনার পরই সরাসরি ধর্মীয় মেরুকরণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। রবিবার রাজস্থানের এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, কংগ্রেস ক্,ণতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা-রূপোর সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে।

    বলাইবাহুল্য প্রধানমন্ত্রীর এই ভাষণ ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কংগ্রেস সহ বিভিন্ন দলের নেতারা ওই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, প্রথম দফার ভোট বিরুদ্ধে গেচে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। এরপরই মোদীর ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান বিরোধীরা।

    জনসভায় আসা মানুষদের কাছে মোদী জানতে চান, তাঁরা তাঁদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমানদের মধ্যে, যাঁদের অনেক বাচ্চাকাচ্চা হয় তঁদের মধ্যে, অনুপ্রবেশকারীদের মধ্যে বাঁটোয়ারা হতে দেবেন কিনা।

    এবারের ভোটে কংগ্রেস এবং মুসলমানদের সমর্থক করে এভাবে প্রথম সরাসরি আক্রমণাত্মক হলেন নরেন্দ্র মোদী। তা করতে গিয়ে তিনি যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভুল বলে অভিযোগ করেছে কংগ্রেস। মোদী বলেন, মুসলমানদের মধ্যে সম্পত্তি বণ্টন করার কতা কংগ্রেসের এবারের নির্বাচনী ইসতেহারে বলা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংও বলেচিলেন, দেশের সম্পত্তির উপর মুসলমানদের অধিকার সবার আগে।

    তাছাড়া নিজেরবক্তব্যের মাধ্যমে মোদী সাফ বুঝিয়ে দেন যে এদেশের মুসলমানরা অনুপ্রবেশকারী এবং একমাত্র তাঁরাই গাদাগাদা সন্তানের জন্ম দেন।

    অবশ্য সম্পত্তি বিলিকে হাতিয়ার করার নেপথ্যে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক সাম্প্রতিক ভাষণ। তেলেঙ্গানায় দেওয়া সেই ভাষণে রাহুল বলেছিলেন, কোন শ্রেণির হাতে দেশের কত সম্পদ, জন গনণার পাশাপাশি ক্ষমতয় এলে কংগ্রেস তা জরিপ করে দেখবে। রাহুল বরাবর অভিযোগ করেচেন, প্রধানমন্ত্রী মোদী শুধু ঘনিষ্ঠ কিছু পুঁজিপতির স্বার্থ দেখেন। তাঁর আমলে দেশের ১ শতাংশ মানুষ ৪০ শতাংশ সম্পদের মালিক হয়েছেন।
  • Link to this news (এই সময়)