• Fact Check : মোদীকে ব্যঙ্গ করে কংগ্রেসের হয়ে প্রচার? রণবীর সিংয়ের ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোটপর্বে নানা চমক আনছে রাজনৈতিক দলগুলি। ভোটের প্রচার তারকাদের ছড়াছড়ি। কংগ্রেসের হয়ে কি এবার প্রচার করছেন অভিনেতা রণবীর সিং? সম্প্রতি ভাইরাল একটি ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।কী দাবি করা হয়েছে?গত শুক্রবার ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছে লোকসভার প্রথম পর্বে। তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করছেন অভিনেতা রণবীর সিং। শুধু তাই নয় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গও করেছেন। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'ভোট ফর ন্যায়। ভোট ফর কংগ্রেস।'

    অনুসন্ধাননিউজ মোবাইলের পক্ষ থেকে এই পোস্টটির ফ্যাক্ট চেক করা হয়। রণবীর সিং কিওয়ার্ড সার্চ করা হয় গুগলে। সত্যিই কি তিনি কংগ্রেসের হয়ে প্রচার করছেন? নিউজ মোবাইলের তথ্য অনুসন্ধান টিম স্ক্রুটিনি করে দেখে ভিডিয়োটিতে লিপলিংক হয়নি। এ ছাড়াও ব্যবহার করা হয় রিভার্স ইমেজ পদ্ধতি। ইউটিউবে আপলোড করা ANI-এর একটি ভিডিয়োতে দেখা যায়, গত ১৪ এপ্রিল রণবীর সিং, কৃতি স্যানন কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখানে তাঁরা প্রধানমন্ত্রীর 'বিকাশ ভি, বিশ্বাস ভি' ক্যাম্পেনের প্রশংসাও করেন। ANI-এর পাবলিশ করা ভিডিয়োতে ০২.১৮ থেকে ০২.৫২ মিনিটের মধ্যে নরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা যায় অভিনেতা রণবীর সিংকে। তিনি বলেন, 'আমাদের ঐতিহ্য সংরক্ষণ করতে মোদীজি বড় ভূমিকা পালন করেছেন। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে তিনি উদ্যোগী। আমরা দ্রুতগতিতে এই যুগে এগিয়ে চলেছি। তবে কখনওই নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য ভুলে যাব না। উন্নয়ন এবং ঐতিহ্য দুই প্রয়োজন।'

    সত্যিটা কী?অতএব, এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে রণবীর সিং নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করেননি, উলটে তিনি তাঁর প্রশংসাই করেছেন। তাঁর এই ভিডিয়ো, যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে এবং কংগ্রেসের হয়ে প্রচার হিসেবে দেখানো হচ্ছে, সেটি ডিপফেক পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

    এদিকে, ইতিমধ্যেই রণবীর সিং এই ভিডিয়ো নিয়ে ফুঁসে উঠেছে। তাঁর নামে চালানো ভুয়ো এবং বিভ্রান্তিকর ডিপফেক ভিডিয়ো নিয়ে একটি FIR দায়ের করেছেন অভিনেতা। কেবলমাত্র তিনিই নন, সম্প্রতি আমির খানের নামেও এভাবেই লোকসভা ভোটের প্রচার নিয়ে একটি ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। FIR দায়ের করেছিলেন বলিউডের এই খানও।

    This news article was originally published by Newsmobile and later edited and translated by Ei Samay Digital
  • Link to this news (এই সময়)