• Lok Sabha Election 2024: 'ওদের চিন্তাভাবনা মাওবাদীদের মতো', রাহুলকে নিশানা মোদীর
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোটে জিতলে দেশে সম্পত্তি পুনর্বণ্টনের সমীক্ষা চালাবে কংগ্রেস সরকার। কয়েক দিন আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাহুলের এই মন্তব্য়ের পর তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছে কেন্দ্রের শাসকদল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, কংগ্রেস মানুষের কষ্টার্জিত উপার্জন এবং সম্পত্তির উপর নজর রেখেছে। সুযোগ পেলেই কংগ্রেস তা কেড়ে নিয়ে বিতরণ করবে বলে দাবি মোদীর।আলিগড়ে একটি ভাষণ দেওয়ার সময় মোদী রাহুল সহ কংগ্রেসকে নিশানা করে বলেন, 'আমি দেশবাসীকে সতর্ক করতে চাই। আপনাদের উপার্জন ও সম্পত্তির দিকে নজর রেখেছে কংগ্রেস ও ইন্ডিয়া জোট। কংগ্রেসের রাজকুমার বলেছেন যে তাঁদের সরকার ক্ষমতায় এলে তদন্ত করবে কে কত আয় করেছে, কার কত সম্পত্তি রয়েছে।'

    মোদীর কথায়, 'আমাদের মা-বোনদের কাছে সোনা থাকে। এটা হল স্ত্রী ধন বলে, যাকে পবিত্র মনে করা হয়, আইনও তা রক্ষা করে। এখন ওদের চোখ চোখ মহিলাদের মঙ্গলসূত্র-এর দিকে। তাদের উদ্দেশ্য মা-বোনেদের সোনা চুরি করা। আপনাদের যদি একটি ছোট পৈতৃক বাড়ি থাকে গ্রামে আর আপনি যদি একটি ছোট ফ্ল্যাট সন্তানের ভবিষ্যতের জন্য় কিনে রাখেন তাহলে তার মধ্যে যে কোনও একটা ওরা ক্ষমতায় এলে কেড়ে নেবে। এটা হল মাওবাদী চিন্তাভাবনা, কমিউনিস্টদের মতো চিন্তাভাবনা। এই চিন্তাধারা পোষণ করে ওরা অনেক দেশ ধ্বংস করেছে। এখন সেই একই নীতি ওরা ভারতে প্রয়োগ করতে চায়।'

    প্রসঙ্গত, টুক্কুগুড়ায় একটি জনসভায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে রাহুল বলেছিলেন, 'ক্ষমতায় আসলে যত জনসংখ্যা, ততটা অধিকার' নীতির উপর জোর দেবে দল। তিনি বলেছিলেন, 'আমরা প্রথমে পিছিয়ে পড়া জাতি, এসসি, এসটি, সংখ্যালঘু এবং অন্যান্য বর্ণের সঠিক জনসংখ্যা এবং অবস্থা জানতে একটি জাতিশুমারি পরিচালনা করব। এরপর সমীক্ষা শুরু হবে আর্থিক ও প্রাতিষ্ঠানিক বিষয়ের উপর। তারপর, তাদের জনসংখ্যার উপর ভিত্তি করে এই সম্প্রদায়গুলির মধ্যে ভারতের সম্পদ, চাকরি এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে বন্টন করার জন্য ঐতিহাসিক পদক্ষেপ করা হবে।'

    এরপর রবিবার রাজস্থানের বাঁশওয়ারায় একটি নির্বাচনী জনসভায় রাহুলের বক্তব্যের রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,'কংগ্রেস ক্ষমতায় এলে মুসলমানদের মধ্যে বণ্টন করে দেবে জনগণের সম্পত্তি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার বলেছিল যে দেশের সম্পত্তিতে মুসলমানদের প্রথম অধিকার। এই শহুরে-নকশাল মানসিকতা ছাড়বে না আমার মা-বোনদের মঙ্গলসূত্রও।' নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্য় নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মোদীর এই ভাষণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস-সহ তামাম বিরোধীরা।
  • Link to this news (এই সময়)