• Indian Railway’s AC Coachs: রেলে ভ্রমণ করেন? জানেন দূরপাল্লার ট্রেনে কেন মাঝখানে থাকে এসি কোচ?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ এপ্রিল ২০২৪
  • AC Coachs In Indian Railway’s:

    দূরপাল্লায় ট্রেনের যাত্রা বেশ আরামদায়ক। কাছে হোক বা দূরে, এখনও ট্রেনে যাতায়াত পকেট সাশ্রয়ী। অন্যদিকে, দেশজুড়ে জালের মত ছড়িয়ে গিয়েছে রেলপথ। ফলে ভারতের আম আদমির কাছে এখনও যাতায়াতের মূল মাধ্যমই ভারতীয় রেল। রেলে যাওয়া-আসার ক্ষেত্রে ভারতীয় রেলের কোচগুলির একাধিক ক্যাটাগরি রয়েছে। স্বল্প রোজগেরেদের কথা বিবেচনা করে যেমন ভারতীয় রেলে রয়েছে জেনারেল ও স্লিপারর ক্লাস তেমনই মধ্যবিত্তদের জন্য আছে, থ্রি টায়ার বা টু টায়ার বাতানুকূল কামরা। আমার উচ্চ আয়সম্পন্ন মানুষদের আরামে যাতায়াতের জন্য রয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচও। এসব তো বেশিরভাগেরই জানা। কিন্তু, জানেন দূরপাল্লার ভারতীয় রেলে ট্রেনের এসি কামরাগুলি কেন সব সময় মাঝ বরাবর থাকে?
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)